ঈদে আনন্দের পাশাপাশি নগর পরিচ্ছন্ন রাখার আহ্বান আতিকুলের

আতিকুল

জুমবাংলা ডেস্ক : ঈদে আনন্দ করার পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাড়ি, ফ্ল্যাট, ছাদ, গ্যারেজ, বাগান এবং অন্যান্য স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার (২ মে) সন্ধ্যায় ঈদ শুভেচ্ছা বার্তায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ আহ্বান জানান।

আতিকুল

আতিকুল ইসলাম বলেন, আমাদের প্রিয় শহর, অতি আদরের শহর ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ শহরকে নোংরা করা যাবে না। নিজেদেরকে সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের এ শহরকে পরিষ্কার রাখতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে নগরবাসীসহ দেশের সব জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি নগরবাসী ও দেশের জনগণকে জানাই ঈদ মোবারক।

বাবা-মায়ের ১০টি ভুলের জন্য অনুশোচনা করতে হয়