বিনোদন ডেস্ক : কোরবানি ঈদ উপলক্ষে রবিবার (১০ জুলাই) মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এগুলো হলো— ‘পরাণ’, ‘দিন: দ্য ডে’ ও ‘সাইকো’। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শীত হচ্ছে।
পরাণ
রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা, সীমান্ত স্কয়ার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), আজাদ (পুরান ঢাকা) -এ প্রদর্শীত হচ্ছে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা সাহা মিম ও ইয়াশ রোহান।
এছাড়া সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরাণীগঞ্জ), ঝুমুর (গাজীপুর), পূরবী (ময়মনসিংহ), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা) প্রেক্ষাগৃহ-তে সিনেমাটি দেখা যাবে।
দিন: দ্য ডে
অনন্ত জলিল অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দিন: দ্য ডে’। মধুমিতা (ঢাকা), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা, সীমান্ত স্কয়ার, সনি স্কয়ার, এসকেএস, সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (ঢাকা), চিত্রমহল (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি অডিটরিয়াম (ঢাকা), গীত (ঢাকা), সেনা (ঢাকা) প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।
ঢাকার বাইরেও সিনেমাটি প্রদর্শীত হচ্ছে। লায়ন সিনেমাস (কেরাণীগঞ্জ), নিউ গুলশান (জিঞ্জিরা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), চাঁদমহল (নারায়ণগঞ্জ), পান্না (মুন্সীগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), সেনা (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), মনিহার (যশোর), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), শাপলা (রংপুর), মধুবন (বগুড়া), রূপকথা (পাবনা), ছায়াবাণী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), মর্ডাণ (দিনাজপুর), মধুমতি (ভৈরব), মালঞ্চ (টাঙ্গাইল), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), অভিরুচি (বরিশাল), আলোছায়া (শরীয়তপুর), রূপসী (ভোলা), সাধনা (রাজবাড়ি), মুন (ময়মনসিংহ), রাজিয়া (টাঙ্গাইল), শাহীন, (টাঙ্গাইল), মল্লিকা (সিরাজগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), ময়ূরী (যশোর), তুলি (যশোর), সোনালী (মাদারীপুর), বৈশাখী (রাজবাড়ী), সবুজ (ভোলা), শঙ্খমহল (খুলনা), মমতা (নরসিংদী), ছন্দা (নরসিংদী), চলন্তিকা (নারায়ণগঞ্জ), সোহাগ (নরসিংদী), রাজ (কিশোরগঞ্জ), সুমন (কিশোরগঞ্জ), মনিকা (হবিগঞ্জ), ভিক্টরিয়া (মৌলভীবাজার), শ্যামলী (রংপুর), তামান্না (নীলফামারি), প্রিয়া (ময়মনসিংহ), শতাব্দী (শেরপুর), রাজমহল (চাপাইনবাবগঞ্জ), মনিহার (মাধবপুর), পূবার্শা (বগুড়া), মম ইন (বগুড়া), রুটস (সিরাজগঞ্জ), ফাইভ স্টার (নাটোর), বুলবুল টকিজ (নওগাঁ), মিতালী (নওগাঁ), আনন্দ (নাটোর), আশা (জামালপুর), চিত্রাবাণী (গোপালগঞ্জ), লক্ষ্মী (সাতক্ষীরা), বৈশাখী (বরিশাল), আয়না (জয়পুরহাট), পৃথিবী (জয়পুরহাট), রিতা (লক্ষ্মীপুর), ক্লিওপেট্রা (বগুড়া), ছন্দা (পটিয়া), তাজ সিনেমা (গাইবান্ধা), রুনা (নরসিংদী), স্বপ্নপূরী (শ্রীনগর), কাজলি (চাঁদপুর), পালকি (কুমিল্লা), প্রিয়া (ঝিনাইদহ), কথাচিত্র (কিশোরগঞ্জ), মৌচাক (পাবনা), রজণী (চন্দ্রা), ঝংকার (জামালপুর), মনামী (কুষ্টিয়া), দীপাঞ্চল (কুড়িগ্রাম), নবীন (ব্রাক্ষ্মণবাড়িয়া), মানষী (কুড়িগ্রাম), অবকাশ (দিনাজপুর), জয় সিনেমা (মৌলভীবাজার), চিত্রাপুরী (ময়মনসিংহ), অবসর (দিনাজপুর), অন্তর (ময়মনসিংহ), পলাশ (কুমিল্লা) প্রেক্ষাগৃহে ‘দিন: দ্য ডে’ প্রদর্শীত হচ্ছে।
সাইকো
অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘সাইকো’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন— রোশান, পূজা চেরি। ঢাকার ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক)-এ সিনেমাটি প্রদর্শীত হচ্ছে। এছাড়া লায়ন সিনেমাস (কেরাণীগঞ্জ), উল্কা (জয়দেবপুর), সঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), গুলশান (খুলনা), তাজ (নওগাঁ), রূপকথা (শেরপুর), বিজিবি (সিলেট), পূর্ণিমা (কোম্পানিগঞ্জ), সনিয়া (বগুড়া), ভাইভাই (দেওয়ানগঞ্জ), নূরমহল (রংপুর), বিলাশ (সাভার), সিউলী (বলিভদ্র), নেন্সী (কালামপুর), নাজমা (কালামপুর) প্রেক্ষাগৃহে ‘সাইকো’ দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।