বিনোদন ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে আজ দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে নতুন পাঁচ সিনেমা। শাকিব খান, নিরব হোসেন, মাহফুজ আহমেদ, আফরান নিশো, সাইমন, অপু বিশ্বাস, বুবলী, তমাদের এই ছবিগুলো মোট ১৬৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিটি সিনেমাই প্রচারণা। শহর বন্দরের দেয়ালেও শোভা পাচ্ছে সিনেমার পোস্টার।
হল মালিক সমিতির তথ্যমতে, মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ঢালিউড সুপারস্টার খ্যাত শাকিব খান একাই পেয়েছেন ১০৫টি হল। বাকি চারটি সিনেমা পেয়েছে সবমিলিয়ে পেয়েছে ৬৩টি সিনেমা হল।
কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। মুক্তিপ্রাপ্ত সবগুলো ছবির মধ্যে দর্শক আগ্রহের তুঙ্গে এই ছবি। ইতোমধ্যে শাকিবের লুক এবং প্রকাশিত ‘কোরবানি কোরবানি’ গানের কারণে দর্শকপ্রিয়তার শীর্ষে এটি।
চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করেছেন মাহফুজ আহমেদ এবং বুবলী। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ অপু প্রমুখ। জানা যায়, ছবিটি মুক্তি পাচ্ছে ৮টি সিনেমা হলে। অন্যদিকে, রায়হান রাফী পরিচালিত আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’ পাচ্ছে ২৭টি হল।
অবৈধ ক্যাসিনো ও অর্থ পাচারের প্রেক্ষাপটে সৈকত নাসির পরিচালিত নিরব ও বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ মুক্তি পেয়েছে ১৭ সিনেমা হলে। তাঁত শিল্পকে উপজীব্য করে বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত অপু বিশ্বাস ও সাইমন সাদিকের ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে ১২টি সিনেমা হলে।
হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন বলেন, ‘আশা করছি এবার ঈদে সিনেমার ব্যবসা ভালো যাবে। প্রিয়তমা সবচেয়ে বেশি হল পেয়েছে। অন্য যে ছবিগুলো মুক্তি পাচ্ছে সবগুলো বেশ ভালো। কোন ছবি কেমন যাবে সেটা ঈদের তৃতীয়দিন থেকে বোঝা যাবে।’
স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা এবং ক্যাসিনো চারটি ছবি সিনেপ্লেক্সে চলবে। গত বছরের পাশাপাশি গত ঈদেও বাংলা ছবির দর্শক সিনেপ্লেক্সে বেড়েছে। আমরা মনে করি, ভালো ছবি দিতে পারলে সিনেপ্লেক্সে দর্শকের ঢল নামবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।