বিনোদন ডেস্ক : ‘শত্রু’র গল্প বেশ চমত্কার। ছবিটি সমাজ ও দেশের মানুষের কথা বলবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক পুলিশ অফিসারের গল্প এটি। যে চরিত্রে কাজ করেছি আমি। এ চরিত্রের জন্য আলাদা করে প্রস্তুতিও নিতে হয়েছে। ঈদে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আমি আমার ভক্তদের বলবো ছবিটি দেখে তাদের মতামত জানানোর জন্য। ঈদে মুক্তি প্রতীক্ষিত নিজের নতুন ছবির গল্প ও চরিত্র প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
এর আগে বেশিরভাগ রোমান্টিক চরিত্রে তার দেখা মিললেও এবার ঈদে ভিন্ন এক বাপ্পীকে পেতে যাচ্ছেন দর্শকরা।
এরইমধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। সুমন ধর পরিচালিত এই ছবিটির ট্রেলারে পুলিশের ভূমিকায় দেখা মিলেছে বাপ্পীর। প্রায় আড়াই মিনিটের ট্রেলারের বেশিরভাগ জুড়েই পুলিশ অফিসার বাপ্পীকে দেখা যায় সমাজ ও দেশের শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এই ছবির জন্য বাপ্পী নিজের লুকেও পরিবর্তন এনেছেন।
ছবিটিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। যাকে দেখা গেছে আবেদনময়ী রূপে, মেজাজি সংলাপে। এছাড়া খল চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।
ট্রেলার থেকে আঁচ করা গেছে, এ ছবিতে কেবল পুলিশ-অপরাধীর শত্রুতা নয়, প্রেমিক-প্রেমিকা তথা বাপ্পী ও মিতুর মধ্যেও বিরোধ দেখা যাবে। এর পাশাপাশি দু’জনের প্রেমময় রসায়ন তো থাকছেই।
গত ১১ এপ্রিল সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘শত্রু’। ফলে মুক্তিতে আর কোনো বাঁধা নেই।
জাহারা মিতু উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন যে কাগজটির জন্য এত অপেক্ষা, সেটা চলে এসেছে। আমার তৃতীয় চলচ্চিত্র হিসেবে সেন্সর সার্টিফিকেট পেয়েছে শত্রু। এজন্য টিমের সবাইকে শুভেচ্ছা জানাই। ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে নিশ্চিত। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এরইমধ্যে হল বুকিংও শুরু হয়ে গেছে। আশা করছি ঈদে আনন্দের সঙ্গে উপভোগের মতো ছবি হতে যাচ্ছে এটি।
ছবিটিতে আরও অভিনয় করেছেন ডন, আমির সিরাজি, ববি, জাদু আজাদ, সোহেল বাবু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।