জুমবাংলা ডেস্ক : ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা এক তরুণী একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার ঈদ বাজেট, পণ্যের দাম এবং কেনাকাটার বিভিন্ন তথ্য জানিয়েছেন।
গত বছরের তুলনায় এবার ব্র্যান্ডের পোশাকের দাম বেশি এবং সবসময় ব্র্যান্ডের পোশাক পরেই অভ্যস্ত জানিয়ে তিনি বলেন, ‘ছোটোবেলা থেকে ব্র্যান্ড পরি- আড়ং, সেইলর, ইয়েলো এগুলোই সবসময় পরি। আর গত ঈদের তুলনায় এবার এগুলোর প্রতিটি ড্রেসের দামই খুব বেশি।’
তার বাবা এবং বয়ফ্রেন্ড দুজনেই তাকে কেনাকাটার খরচ দেয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বয়ফ্রেন্ড ড্রেস গিফট করলো, বাবাও ড্রেস কিনে দিলো, জুতা কিনে দিলো।’
সবসময় পরিবারের সাথেই তিনি কেনাকাটায় বের হন বলে জানান। পরের বছর আরো বড় পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনের ঈদে ডাবল ডাবল নিবো সবকিছু।’
আরও পড়ুন : স্বর্ণের দামে ঈদের আগে নতুন রেকর্ড
পরিবারের সবার কেনাকাটা শেষ উল্লেখ করে তিনি বলেন, ‘আম্মুকে ড্রেস গিফট করেছি, আব্বুকে পাঞ্জাবি কিনে দিয়েছি। আর চাঁদরাতের জন্য আমার নিজের কিছু কেনাকাটা বাকি রেখেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।