বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পাচ্ছে শাকিব ও পূজা চেরি অভিনীত সিনেমা গলুই। ‘গলুই’ সিনেমার পোশাক নিয়ে বর্ণিল এক আয়োজন করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গত ২৯ এপ্রিল। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিশ্বরঙের শোরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
পাশাপাশি পোশাকের প্রদর্শনীও চলে এসময়। ক্রেতারা ঘুরেফিরে দেখে দেখেন ‘গলুই’ সিনেমার লোগা ও ছবিতে নকশা করা বিশ্বরঙের পোশাক। গলুইয়ের পোশাকগুলো এই ঈদে পাওয়া যাবে বিশ্বরঙের বিভিন্ন শো রুমে।
এসময় উপস্থিত ছিলেন গলুই সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলিক, নায়িকা পূজা চেরী, আজিজুল হাকিমসহ সিনেমাটির পুরো টিম। উপস্থিত ছিলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাও। আরও উপস্থিত ছিলেন চিত্রপরিচালক সোহেল আরমান সহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে। বিপ্লব সাহা জানান, বিশ্বরঙের নিজস্ব ডিজাইনে পাওয়া যাচ্ছে গলুই সিনেমার লোগো ও নানা দৃশ্যে সজ্জিত পোশাক। ঈদ উপলক্ষে এই পোশাকগুলো এরইমধ্যে সিনেমাপ্রেমী ক্রেতাদের নজড় কেড়েছে। এসব পোশাকের মধ্যে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, টি-শার্ট ও পাঞ্জাবী।
প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা ছবিটি তৈরি করেছি। শাকিব-পূজা প্রথমবার জুটি হয়ে আসছেন এ ছবি দিয়ে। নানা কারণেই ছবিটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাই ঈদে ছবিটি মুক্তি দিচ্ছি। সে উপলক্ষে চলছে প্রচারণা। যার অংশ হিসেবে আমরা বিশ্বরঙকে পাশে পেয়েছি। প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা একজন চমৎকার মানুষ। সিনেমা পাগল মানুষ। প্রায়ই তিনি সিনেমার নানা বিষয়কে পোশাকের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করেন। এটা আমার খুব ভালো লাগে। ’
এই আয়োজন নিয়ে এস এ হক অলিক বলেন, ‘আমি বিশ্বরঙ এবং বিপ্লব সাহা দাদাকে ধন্যবাদ জানাই আমাদের গলুইয়ের প্রচারণায় অংশ নেয়ায়৷ অভিনব এই প্রচারণা এরইমধ্যে দর্শকের প্রশংসা পাচ্ছে। আমি সবাইকে বলবো যাদের আশেপাশে বিশ্বরঙের শোরুম আছে তারা এই পোশাক পরে হলে গিয়ে গলুই দেখবেন। ’
সিনেমার নায়িকা পূজা চেরি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড গলুই নিয়ে। মৌলিক গল্পে প্রেম ও গ্রামীন ঐতিহ্যকে দারুণভাবে তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি বিশ্বরঙকে ধন্যবাদ জানাই দারুণ এই আইডিয়া নিয়ে আমাদের প্রচারণার সঙ্গী হওয়ার জন্য। ’
বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘গলুই আমাদের ঐতিহ্যের গল্পের সিনেমা। গ্রামের মানুষ ও তাদের জীবন-প্রেম-হাসি কান্না ফুটে উঠবে এই সিনেমায়। যা আমাদের শেকড়ের সন্ধান দেবে৷ এমন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে আমরা আনন্দিত৷ বেশ কিছু ডিজাইনে আমরা গলুইয়ের পোশাক এনেছি৷ আশা করছি এসব পোশাক এবং সিনেমা দুটোই হিট করবে এবারের ঈদে। ’
২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন এসএ হক অলিক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। গত ২৯ ডিসেম্বর ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়। শাকিব-পূজা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।