জুমবাংলা ডেস্ক : আজ ঈদ (মঙ্গলবার, ৩ মে)। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
এদিকে, রাজধানীতে সকালে বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন মুসল্লিরা। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় শুরু হয় বৃষ্টি। এতে ঈদ জামাতে মুসল্লিরা দুর্ভােগে পড়েন। নগরীর কেন্দ্রীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহে বৃষ্টির কারণে নামাজ পড়তে পারেননি মুসল্লিরা।
আবহাওয়া অফিস জানায়, আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।