বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। ঈদের দিন হঠাৎ করেই ফেসবুক লাইভে হাজির হন তিনি। হাজির হয়েই ভক্তদের এক বিশেষ বার্তা দিলেন এই অভিনেত্রী। শনিবার ( ২২ এপ্রিল) বিকেল ৪টা ৪৪ মিনিটে লাইভে হাজির হন অভিনেত্রী। ১১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে তিনি দর্শকদের সঙ্গে শেয়ার করেন তার ইচ্ছার কথা।
ফেসবুক লাইভে এসেই ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করে নেন পূজা চেরি। এরপরই ভক্তদের কমেন্টস পড়তে দেখা যায় তাকে।
কমেন্টে অসংখ্য ভক্তের প্রশংসায় ভাসেন পূজা। কমেন্টস পড়ার এক ফাঁকেই নিজের অভিনীত ‘জ্বীন’ সিনেমা নিয়ে কথা বলেন তিনি।
এবারের রোজার ঈদে ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ সিনেমায় পূজার বিপরীতে দেখা যাবে টিভি পর্দার জনপ্রিয় মুখ সজলকে।
সিনেমা প্রসঙ্গে পূজা জানান, ঈদে সবারই অনেক ব্যস্ততা থাকে। তবে এ ব্যস্ততার মাঝেও একটু সময় পেলে যেন হলে এসে দর্শকরা তার সিনেমাটি দেখে। এবারই প্রথম কোনো ভৌতিক সিনেমায় অভিনয় করেছেন রোমান্টিক ঘরানার এ নায়িকা।
রূপের দিক থেকে অভিনেত্রীদেরও টেক্কা দিবে সঞ্জয় দত্তের বড় মেয়ে
লাইভের এক পর্যায় যে তথ্য পূজা দর্শকদের সঙ্গে শেয়ার করেন সেটি হলো, পূজা জানিয়েছেন খুব শিগগিরই দর্শকদের সঙ্গে বসে জ্বীন সিনেমাটি দেখার ইচ্ছা রয়েছে তার। লাইভের শেষে পূজা তার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লম্বা সময়ের এ জার্নিতে তার পাশে থাকার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।