বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ এবারই নতুন নয়, প্রতি ঈদেই তিনি তার ভক্ত-অনুরাগীদের সম্মুখে আসেন। না এসে কী আর উপায় আছে! এই সময়ে তার বাসভবন মান্নাতের বাইরে ভিড় জমান ভক্তরা। তার এক ঝলক দর্শন পেতে সকাল থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা।
শাহরুখ খান কোনোবারই ভক্তদের নিরাশ করেন না। তবে একবছর জন্মদিনে তার দেখা না পেয়ে মন ভেঙেছিল ভক্তদের। এবারও ঈদুল ফিতরের আনন্দে ভক্তদের সামনে আসেন শাহরুখ।
জানা গেছে, আজ সকাল থেকেই তার বাসভবনের সামনে হাজার হাজার মানুষের ভিড়। তবে সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই বাসভবনের বাইরে এসে সালাম জানালেন তিনি। দিলেন উড়ন্ত চুমু।
শাহরুখকে দেখই তার ভক্তরা উল্লাসে ফেঠে পড়েন। সাদা পোশাকে ছিলেন। ভক্তদের দেখা দেওয়ার সময়ের ভিডিওর কিছু অংশ তার ফেবুকে শেয়ার করেছেন।
লোকাল ট্রেনে আবারও লজ্জার সীমা অতিক্রম করে ড্যান্স করলেন এই যুবতী
পাশাপাশি একটি স্ট্যাটাসও দিয়েছেন বলিউড বাদশা। এতে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমার আজকে দিনটিকে বিশেষ করে তোলার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা, সুখ এবং সমৃদ্ধি দান করুন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।