আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করেছে দেশটির সরকার। বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
সময়সূচি অনুযায়ী আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ২৩ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৯ মিনিটে, রাস আল খাইমায়ে ৬টা ১৭ মিনিটে, ফুজাইরাহে ৬টা ১৫ মিনিটে, খোরফাক্কান ৬টা ১৬ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৮ মিনিটে নামাজ অনুষ্ঠিত হবে।
রোজা শেষে ঈদের দিনকে ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। প্রবাসী বাঙালিরাসহ স্থানীয়রা বিভিন্ন আয়োজন করেছে ঈদকে ঘিরে।
আরও পড়ুন : স্বর্ণের দামে ঈদের আগে নতুন রেকর্ড
পবিত্র ঈদুল ফিতর রোববার অথবা সোমবার ধরে সংযুক্ত আরব আমিরাত জুড়ে এই ঈদ জামাতের সময় ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।