স্পোর্টস ডেস্ক : মুসলিম বিশ্বে সবচেয়ে বড় উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবারও এসেছে ঈদের দিন।
শুধু মুসলিম বিশ্বেই নয়, এই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সমর্থকদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পিছিয়ে নেই ক্রিকেটাররাও।
সাকিব আল হাসান থেকে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদ-উল্লাহ রিয়াদরা শুভেচ্ছার বার্তার মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।
সাবেক ওয়ানডে দলপতি তামিম ইকবাল লিখেছেন, ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ঈদের এই শুভ দিনে আমার সব শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সব ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।
ঈদ শুভেচ্ছায় নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ঈদুল ফিতরের এই বরকতময় সময়ে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।