বিনোদন ডেস্ক : উৎসবকে রাঙ্গাতে শোবিজ অঙ্গনে থাকে বিভিন্ন আয়োজন। এবারও ঈদে নাটক, সিনেমা ও গানে ছিল ভরপুর। মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এসছে নতুন সব গান। ওটিটির পেইড ভার্সনেও ছিল একাধিক কনটেন্ট। টিভি-ইউটিউবেও মুক্তি পেয়েছে প্রায় শতাধিক নাটক।
বিভিন্ন প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, এবার ঈদে প্রচারিত নাটকের সংখ্যা ছিল তুলনামূলক কম। এর পেছনে রয়েছে স্পন্সর জটিলতা ও তারকাদের আকাশচুম্বি পারিশ্রমিক। তবে এখনো অনেক রয়েছে প্রচারের অপেক্ষায়। কিছুদিনের মধ্যে সেগুলো প্রচারে আসবে বলেও জানা গেছে।
বিগত বছরগুলোতে ঈদের কয়েকদিনের মধ্যে নাটক নিয়ে আলোচনা শুরু হতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকের বিভিন্ন গ্রুপেও চলে নাটক নিয়ে আলোচনা। সেখানে দর্শক তাদের মন্তব্য প্রকাশ করেন, নাটকের ভালো-মন্দ নিয়ে জমে উঠে আড্ডা। কিন্তু এবার সে আলোচনা তৈরি করতে পারেনি কোনো নাটক।
তবে এ বছর আলোচনায় আছে ঈদের সিনেমা। অনেকেই বলেছেন, ঈদের সিনেমা নিয়ে হাইপ উঠেছে, আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে। তাই ভাটা পড়েছে ঈদের নাটক।
বলা যায়, সিনেমার জমজমাট অবস্থায় ম্লান হয়ে গেছে ছোটপর্দার ঈদ আয়োজন। সাড়া ফেলতে পারেনি নাটকগুলো। এদিকে সংশ্লিষ্টরা এর কারণ ব্যাখ্যা করে বলছেন, টিভিতে অধিক বিজ্ঞাপন প্রচার দর্শক বিমুখতার একটি বড় কারণ। এছাড়াও নাটকে আগের মতো নেই তারকাশিল্পীর উপস্থিতি, ঘুরেফিরে নাটকে একই মুখ দর্শকদের আগ্রহ নস্ট করছে, পাশাপাশি গল্পেও নেই ভিন্নতা। এসব কারণে শতাধিক নাটকের ভিড়ে কিছ– ভালো গল্প ও তারকাশিল্পীদের নাটক থাকলেও, সেগুলো খুব একটা নজরে আসছে না।
তবে ফিকে আয়োজনের মধ্যেও ভালো গল্পের একাধিক নাটক কুড়াচ্ছে প্রশংসা। এর মধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ‘তোমাদের গল্প’।
পাঁচ প্রজন্মের পাঁচ অভিনেত্রীকে নিয়ে নির্মিত পারিবারিক গল্পের এ নাটকটি প্রশংসিত হয়েছে, রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। এতে অভিনয় করেছেন দিলারা জামান, শিল্পী সরকার অপু, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও তানজিম সাইয়ারা তটিনী।
এছাড়াও জাকারিয়া সৌখিন পরিচালিত জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত টেলিফিল্ম ‘মেঘ বালিকা’ প্রশংসা কুড়িয়েছে। এ জুটির প্রথম নাটক ‘মন দুয়ারী’ প্রচার হয়েছিল গত ভালোবাসা দিবসে। তখন থেকেই এ জুটি আলোচনায়। দ্বিতীয় কাজটিও দর্শক সাড়া পেয়েছে। নির্মাতা হাসিব হোসাইন রাখীর ‘মন দিওয়ানা’ নাটকটি দর্শকদের কাঁদিয়েছে। তৌসিফ মাহবুব ও তটিনী জুটি অভিনীত এ নাটকটি মুগ্ধতা ছড়িয়েছে।
এছাড়াও এ তালিকায় রয়েছে মেহজাবীন চৌধুরী ও জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি। এটিও দর্শকদের প্রশংসা পাচ্ছে।
এদিকে ‘শেষটা তুমি’, ‘টেলিফোনে বিয়ে’, ‘হৃদয়ের এককোণে’, ‘টেনশন’, ‘একান্নবর্তী’, ‘এক ধ্রুবতারা’, ‘বাজি’, ‘বউয়ের বিয়ে’সহ একাধিক নাটক ভিউয়ের দৌড়ে এগিয়ে রয়েছে। অন্তর্জালে কুড়াচ্ছে প্রশংসা। শতাধিক নাটকের ভিরে কয়েকটি নাটক আলোচনা তৈরি করতে পারলেও, সর্বোপরি বিবেচনা করলে উৎসবে ঈদের নাটক সেভাবে জমাতে পারেনি। অন্যদিকে সবসময়ের মতো এবারও আলোচনায় ছিল জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত পরিচালিত নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’।
এবারের ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে রোমান্টিক ও কমেডি ঘরানার গল্পের পাশাপাশি ছিল পারিবারিক গল্পের নাটকও। এসব নাটকে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় সব তারকা। তাদের মধ্যে রয়েছেন মোশাররফ করিম, সজল, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, মুশফিক, অর্চিতা স্পর্শিয়া, সাফা কবির, সাবিলা নূর, কেয়া পায়েল, তানিয়া বৃষ্টি, আইশা খান, জোভানসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।