বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’। এতে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্প বলা হয়েছে। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে। হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) বিকেল ৪টায় এসেছে ‘তোমাদের গল্প’। এরআগে চ্যানেল আইয়ের দর্শক দেখেছেন নন্দিত এই নাটক। মাত্র ৫ দিনে নাটকটি দেখা হয়েছে ৬৩ লাখের বেশী বার! এতে মন্তব্য পড়েছে প্রায় ২৫ হাজার!
‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা।
নাটকটিতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।
দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। তাদের বিশেষণে এটি, ‘এককথায় অসাধারণ’, ‘পুরস্কার পাওয়ার মতো’, ‘শ্রেষ্ঠ নাটক’। এমন দারুণ একটি নাটক নির্মাণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন হাবিবুর রহমান নিরব নামের দর্শকসহ অনেকে।
পশ্চিমবঙ্গ থেকে একজন ভারতীয় দর্শক লিখেছেন, ‘এত সুন্দর একটি গল্প। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর। এমন নাটক আমরা আরো দেখতে চাই।’
মাসুদ আলম নামের একজন কলকাতার মালদা জেলা থেকে নাটকটি দেখে লিখেছেন, ‘এরকম পারিবারিক ঈদ নাটক একটাও দেখিনি। অসম্ভব সুন্দর হয়েছে। শেষ দৃশ্যে চোখে জল চলে এসেছে।’
মো. আলমগীর ইসলাম নামের একজন লিখেছেন, “হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকের পর এটাই আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নাটক। অনেক কান্না করেছি। জীবনের সঙ্গে অনেক মিল আছে। মন ছুঁয়ে গেলো।”
রাশেদুল ইসলাম মেঘ নামের একজন লিখেছেন, ‘আমার দেখা জীবনের সেরা নাটক। গল্পটা জীবন থেকে নেওয়া। যারা গ্রামে যৌথ পরিবারে থাকে তারা বুঝতে পারবে ভালোভাবে এর মূল্য কী। দীর্ঘ সাত বছর পর আজ অনেক কান্না করলাম নাটকটি দেখে।’
অন্য আরেকজন লিখেছেন, ‘নাটকট দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। নাটকটি দেখে যত কাঁদছি সর্বশেষ দুই-তিন বছরে মনে হয় না আমার চোখে এত পানি এসেছে। ১ সেকেন্ডও না টেনে নাটকটি দেখলাম। আমার জীবনের কাহিনি আংশিক রাতুলের মতো। মন থেকে ধন্যবাদ জানাই যারা এত সুন্দর করে বাস্তব জীবনমুখী একটি নাটক আমাদের উপহার দিয়েছেন।’
‘তোমাদের গল্প’ নাটকে রক্তর সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে। মো. হাসান নামের একজন লিখেছেন, ‘রক্তের মানুষগুলো যারা একসঙ্গে থাকে, যেসব পরিবারের সবাই একসঙ্গে থাকে, তারা সত্যিই ভাগ্যবান। বর্তমানে মানুষের মাঝ থেকে রক্তের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ জানাই।’ প্রবাসী মো. সাইদুল ইসলাম লিখেছেন, ‘প্রবাসী হিসেবে ঈদটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটছিলো। কিন্তু এই নাটক দেখার পরে ঈদের কিছু অনুভূতি পেয়েছি। অসাধারণ লেগেছে।’’
জামাল ভুঁইয়া নামের আরেকজন মালয়েশিয়া প্রবাসী বলেন,“আমি মালয়েশিয়া থেকে রাত জেগে এই নাটকটি দেখলাম। আমি বিশ্বাস করি আমাদের প্রিয় বাংলাদেশের নাটক পৃথিবীর সেরা সুন্দর নাটক। আজকে এই নাটক দেখে বলতে কোন দ্বিধা নেই। আমার চল্লিশ বছর জীবনের মধ্যে বাংলাদেশের অনেক অনেক সুন্দর নাটকের মধ্যে এটা আমার জীবনের সবচেয়ে সেরা এবং অসম্ভব সুন্দর একটি নাটক। এই নাটকের কারণে আমার চোখে জলের ধারা বন্ধ করা কঠিন ছিল। সাথে ছিল মিষ্টি ভালবাসার স্বাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিচালকসহ সংশ্লিষ্ট সকল অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের। এগিয়ে যাও বাংলাদেশ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।