জুমবাংলা ডেস্ক : জমে ওঠেনি রাজধানীর কোরবানি পশুর হাট। পর্যাপ্ত গরু-ছাগলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে ক্রেতা নেই একেবারেই। দুই-একদিনের মধ্যে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা করছেন বিক্রেতা ও ইজারাদাররা। এদিকে, হাট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীর কোরবানির পশুর হাটগুলোর মধ্যে আফতাবনগর অন্যতম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু নিয়ে আসছেন এই হাটে।
হাটে উঠেছে পাহাড়ি বুনো গরু গয়াল। এছাড়া আকারে একেবারেই ছোট ভুট্টি গরুও রয়েছে এ হাটে। গয়ালের মূল্য হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা। আর ভুটানের গরুটির দাম হাঁকাচ্ছেন দেড় লাখ টাকা।KSRM
এদিকে, ঈদ ঘনিয়ে এলেও হাটে ক্রেতাদের সংখ্যা কম। তাছাড়া কাঙ্খিত দামও পাচ্ছেন না, বলছেন ব্যাপারিরা।
ব্যাপারিরা জানান, হাটে এখনও গরু আসছে কিন্তু কেনাকাটা খুবই কম। তিনদিন হলো এসেছি, ক্রেতারা যে দাম বলছে তাতে আমাদের খরচের টাকাও উঠবেনা। আর ক্রেতা-দর্শনার্থীরা বলছেন, এ বছর পশুর দাম অনেক বেশি।
ক্রেতারা জানান, এবছর একটু বেশি গরুর দাম। কোনটা দাম চাচ্ছে ১ লাখ ৮০ হাজার টাকা কিন্তু এই গরুর দাম আছে ১ লাখ ২০ হাজার টাকা। ইজারাদাররা আশা করছেন, দু’এক দিনেই মধ্যেই পশুর হাট জমে উঠবে। পশুর সরবরাহে খুশি তারা।
ইজারাদাররা জানান, বাংলাদেশের অন্যতম বৃহৎ হাট, গতবছর এখানে গরু কম ছিল আশা করছি এবছর গরুর সমাগম বেশি হবে। হাটের নিরাপত্তায় প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। হাটজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
গুলশান বিভাগের এডিসি হাসানুজ্জামান মোল্লা বলেন, “ইতিমধ্যে ১৫০টির মতো সিসিটিভি স্থাপন করা হয়েছে। নিরাপত্তার জন্য ৩ প্লাটুন ফোর্স এখানে কাজ করছে। এছাড়া ৩টি বড় ধরনের ওয়াচ টাওয়ার করা হয়েছে, এর মাধ্যমে আমরা পুরো মাঠের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে।” হাটে অর্থ লেনদেনে থাকছে ব্যাংকের বুথ, মোবাইল ব্যাংকিংসহ নানার ব্যবস্থাপনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।