ধর্ম ডেস্ক : সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে আগামী ২৭ জুন আরাফাহর দিন ও ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই সঙ্গে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
স্থানীয় সময় আজ রোববার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায় বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী ২৮ জুন ওমানে ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে দেশটির প্রধান চাঁদ দেখা কমিটি।
এর আগে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের নাগরিকদের প্রতি আহ্বান জানান দেশটির সুপ্রিম কোর্ট।
গত শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবজুড়ে ২৯ জিলকদ সূর্যাস্তের সময় নতুন চাঁদ দেখার চেষ্টা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট। কোনো নাগরিক যদি চাঁদ দেখতে পায় তাহলে নিকটস্থ আদালতে জানাতে বলেন সর্বোচ্চ আদালত।
তবে পবিত্র জিলহজ মাসের চাঁদ না দেখা যাওয়ায় আগামী ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। আজ বোরবার এ তথ্য জানিয়েছে এ তিন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এদিন নামাজ শেষে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।