বিনোদন ডেস্ক : ঈদকে কেন্দ্র করে বেশ সিনেমা মুক্তির তোড়জোর বরাবরই থাকে এবারও তার আলাদা নয় । সেই তালিকায় রয়েছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়ক সিয়াম আহমেদের দুটি সিনেমা। ‘শান’ ও ‘পাপ-পূণ্য’ শিরোনামের সিনেমা দুটিতে ভিন্ন ভিন্ন সিয়ামকে দেখতে পাবে দর্শকরা।
এদিকে একসঙ্গে দুটি সিনেমা মুক্তি এবং নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কি-না এমন প্রশ্নে সিয়াম আহমেদ বলেন, ‘দেখুন, এখন অবধি তো দুটি সিনেমা মুক্তির কথা চলছে। তবে সিদ্ধান্ত কখন পরিবর্তন হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আর একসঙ্গে মুক্তির বিষয়টিও আমার সিদ্ধান্ত না। সিনেমা মুক্তির জন্য নির্মাতা-প্রযোজক যে সিদ্ধান্ত নেবেন সেই ঠিক। যদিও আমি নিজেও চাই না একসঙ্গে আমার দুটি সিনেমা মুক্তি পাক। এটা উচিত না। কিন্তু তারা তাদের সিনেমার জন্য যেটা ইতিবাচক মনে করবেন সেটাই করবেন।’ এদিকে কিছুদিন আগে মুক্তি প্রাপ্ত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে। সেই জায়গা থেকে সিয়ামের প্রতি দর্শক প্রত্যাশাও বেড়েছে কয়েকগুণ।
নতুন এই সিনেমাগুলো তাদের প্রত্যাশা কতটা পূরণ করবে এমন কথা সিয়াম আরও বলেন, ‘আমরা দর্শকদের জন্যই অভিনয় করি। তাছাড়া আমি কিন্তু শুরু থেকেই নিজেকে ভিন্ন ভিন্ন লুকে উপস্থাপন করছি। চেষ্টা করি চরিত্রটির গভীরে ঢোকার। এই দুটি চলচ্চিত্রের গল্প-চরিত্রও আলাদা। অনেক পরিশ্রম আর যত্ন নিয়ে কাজগুলো করা হয়েছে। বাকিটা সিনেমাগুলো মুক্তির পর দর্শকরা বলবেন। তবে আমার বিশ্বাস নিরাশ হতে হবে না তাদের।’ এদিকে সিয়াম অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দর’ মুক্তির বিষয়ে নানা কথা চলছে।
তবে এ নিয়ে সিয়াম বলেন, ‘সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে আছে। তবে মুক্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই।’ অন্যদিকে এরইমধ্যে নতুন মাধ্যম ওটিটিতে অনেক অভিনেতাই কাজ করছেন এবং প্রশংসিত হচ্ছেন। সেই জায়গায় এখনও সিয়ামকে দেখেনি দর্শকরা।
এ নিয়ে সিয়াম বলেন, ‘ওটিটি আসায় সবারই কাজের পরিধি বাড়ছে। ভালো গল্পে প্রশংসিত কাজ হচ্ছে। আমি পরিকল্পনা করে কখনও কাজ করি না। তবে কোনো কাজের গল্প, চরিত্র, ডিরেকশন যদি আমাকে টানে, ভাবায় বা চ্যালেঞ্জ থাকে তাহলে অবশ্যই কাজ করব।’ অভিনেতা-অভিনেত্রীদের কাজের পরিধি বাড়ার পাশাপাশি গল্প বলার ধরনেরও পরিবর্তন এসেছে।
এই পরিবর্তন সিয়ামের চোখে কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন, এখন সারাবিশ্বেই এ ধরনের কাজ হচ্ছে এবং সবাই ঘরে বসেই সেগুলো দেখতে পাচ্ছেন। তাই আমাদের তো স্রোতের বিপরীতে হাঁটলে চলবে না। আমাদের এই পরিবর্তনকে স্বাগত জানাতে হবে।
‘মহব্বতে’ সিনেমার সেই প্রীতিকে মনে আছে?বর্তমান চেহারা দেখলে চোখ ফেরাতে পারবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।