আন্তর্জাতিক ডেস্ক : ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, আগামী ২২ এপ্রিল (শনিবার) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের।
এক বিবৃতিতে ফতোয়া কাউন্সিল জানিয়েছে, অ্যাস্ট্রোনমিক্যাল গণনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘জ্যোতির্বিদদের গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে না।’
এতে আরও বলা হয়েছে, ‘স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও আরও অনুসন্ধানের পর নিশ্চিত হওয়া গেছে, সিডনিতে ২০ এপ্রিল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান সময় দুপুর ২টা ১২ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওই একইদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫টা ২৭ মিনিটে। ওই একইদিন নতুন চাঁদ ৫টা ২৭ মিনিটে দিগন্ত থেকে অস্ত যাবে।’
‘অপরদিকে পূর্ব অস্ট্রেলিয়ার পার্থে, নতুন চাঁদের জন্ম হবে ২০ এপ্রিল অস্ট্রেলিয়ার সময় দুপুর ১২টা ১২ মিনিটে। পার্থে সূর্য অস্ত যাবে ৫টা ৫০ মিনিটে। ওই একইদিন বিকাল ৫টা ৫৪ মিনিটে নতুন চাঁদ দিগন্তে মিলিয়ে যাবে। আর এই সময়ের মধ্যে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা সম্ভব নয়। তার মানে ২১ এপ্রিল শুক্রবার ১৪৪৪ হিজরি বর্ষের রজমান মাসের শেষ দিন হবে।’
সংস্থাটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি এবং অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল সূর্য অস্ত যাওয়ার আগে চাঁদের জন্ম, সূর্য অস্ত যাওয়ার পর চাঁদ অস্ত যাওয়া এবং চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে ঈদের তারিখ ঘোষণার যে সিদ্ধান্ত নিয়েছে। এটি বিশ্বের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্বদের দ্বারা স্বীকৃত।
তবে তাদের সিদ্ধান্তের বাইরেও যদি কোনো ইমাম, মুফতি ও ইসলামিক ব্যক্তিত্ব অন্য কোনো অভিমত দেয় তাহলে মুসলিমদের মধ্যে ঐক্য ধরে রাখার স্বার্থে ওই অভিমতকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে ফতোয়া কাউন্সিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।