আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটিতে আগামী ১৭ জুন ঈদুল আযহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এমইআরএ। সংবাদমাধ্যম মাস্কাট ডেইলির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ওমানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এমইআরএ জানিয়েছে, বৃহস্পতিবার ওমানের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শনিবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১৭ জুন সোমবার ঈদুল আযহা পালিত হবে।
তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখনো ঈদের তারিখ ঘোষণা করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।