বিনোদন ডেস্ক : ঈদ মানে আনন্দ। আর এই ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। যার ব্যতিক্রম হয় না তারকাদেরও মধ্যেও। ঈদে বলিউডের নাম আসা মানেই বলিউডের ‘খান’দের নাম আসা। প্রতিবছরই ‘খান ভক্তরা’ জানতে উৎসুক থাকেন তাদের প্রিয় তারকা আমির, সালমান কিংবা শাহরুখ ঈদে কী করছেন।
সালমান খান: ঈদের দিন সকালটা বাবা সেলিম খান আর ভাইদের নিয়েই কাটে সালমানের। বাবা আর ভাইদের নিয়ে নামাজ পড়েন তিনি। বাড়িতে বিশেষ রান্না করা হয়। সারাবছর ডায়েটের বিধিনিষেধের ভেতরে থাকলেও ঈদের সময় খাওয়া-দাওয়ার ব্যাপারে কোনো কিছুকেই পাত্তা দেন না সালমান, নিয়ম ভেঙে খান সবকিছুই। শির-খুরমা তার ভীষণ পছন্দের। পছন্দ করেন বিরিয়ানিও। ঈদের দিন একসঙ্গে ছবি তোলেন পরিবারের সদস্যরা। পরিবারের বাইরেও কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেন সালমান। সালমান খান নিজে আমন্ত্রিত অতিথিদের খোঁজখবর নেন। এছাড়াও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন অভিনেতা। তবে নিরাপত্তার কারণে এবার তিনি দেখা দেবেন কিনা তা অনিশ্চিত।
আমির খান: মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত আমির খান সবসময়েই অনাড়ম্বরভাবে ঈদ উদযাপন করেন। কাছের কয়েকজন বন্ধু কিংবা পরিচিতজন ছাড়া ঈদে কারো সামনে উপস্থিত হন না তিনি। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরে পরিবারের সাথে সময় কাটান আমির। ছোট ছেলে আজাদকে সময় দেন। বাড়িতে থাকে বিশেষ খাবারের আয়োজন। মায়ের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটান।
শাহরুখ খান: প্রতি ঈদেই শাহরুখের বাড়ির বাহিরে জমে সব ধর্মের মানুষের ভিড়। ভক্তদের সাধারণত নিরাশ করেন না অভিনেতা। কুর্তা-পায়জামা পড়ে ভক্তদের হাত নাড়েন, আইকনিক দুই হাত ছড়ানো পোজে ধরা দেন অভিনেতা। এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। এদিন পরিবারকে সময় দেন অভিনেতা, বাড়িতে থাকে বিশেষ খাবারের আয়োজন। বন্ধু সালমানের বাড়িতে দাওয়াত থাকলে সেখানেও যেতে ভোলেন না অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।