জুমবাংলা ডেস্ক: পটুয়াখালীতে ২৭ গ্রামে ১০ হাজার মানুষ আফগানিস্তানের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদ্যাপন করছে।
রবিবার (১ মে) সকাল ১০টায় বদরপুর দরবার শরিফে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হোসেন জানন, আমরা প্রতি বছর বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা গেলে সেই দেশের সঙ্গে মিল রেখে ঈদ পালন করি। ১৯২৮ সন থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করে। এরই ধারাবাহিকতায় একদিন আগে আজ তারা ঈদুল ফিতর উদ্যাপন করছে।
জেলার ২৭ গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর।
রবিবার বদরপুর দরবার শরিফের ঈদের নামাজের ইমামতি করবেন মাওলানা শফিকুল ইসলাম গনি।
নামাজ শেষে তারা একে অপরের সাথে কোলাকোলি করেন তারা । এরা সকলে বদরপুর দরবার শরীফ,চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।