Advertisement
জুমবাংলা ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
কখন শুরু হলো টিকিট বিক্রি?
বুধবার, ২১ মে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি। এই প্রক্রিয়া চলবে ২৭ মে পর্যন্ত। এবারের ঈদ যাত্রায় সম্পূর্ণ টিকিট বিক্রিই হবে অনলাইনে।
কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কিনবেন?
যাত্রীরা সহজেই বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://railapp.railway.gov.bd থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
- ওয়েবসাইটে প্রবেশ করে উপরের দিকের রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করুন।
- একটি নতুন পেজে ব্যক্তিগত তথ্যাদি যেমন নাম, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ইত্যাদি দিয়ে ঘরগুলো পূরণ করুন।
- মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) যাবে, সেটি দিয়ে ভেরিফাই করুন।
- সব তথ্য সঠিক হলে রেজিস্ট্রেশন সফল হবে এবং আপনি অটো লগইন হয়ে যাবেন।
টিকিট কেনার ধাপ:
- যদি অটো লগইন না হয়, তবে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- লগইন করার পর:
- ভ্রমণের তারিখ
- যাত্রা শুরুর স্টেশন
- গন্তব্য স্টেশন
- শ্রেণি (যেমন: শোভন, এসি ইত্যাদি)
পূরণ করে Find Ticket বাটনে ক্লিক করুন।
- ট্রেনের নাম, সিটের অবস্থান এবং ট্রেন ছাড়ার সময় দেখাবে।
- View Seats বাটনে ক্লিক করে খালি আসন সিলেক্ট করুন এবং Continue Purchase অপশনে ক্লিক করুন।
- পেমেন্ট সম্পন্ন করুন Visa, Mastercard অথবা bKash-এর মাধ্যমে।
টিকিট ডাউনলোড ও সংগ্রহ:
- পেমেন্টের পর একটি ই-টিকিট (E-ticket) অটো ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলে পাঠানো হবে।
- সেই ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে, একটি ফটো আইডি সহ স্টেশন থেকে মূল কপি সংগ্রহ করা যাবে।
কোন তারিখে কোন ট্রেনের টিকিট?
ঈদের আগে টিকিট বিক্রির সময়সূচি:
- ৩১ মে → বিক্রি: ২১ মে
- ১ জুন → বিক্রি: ২২ মে
- ২ জুন → বিক্রি: ২৩ মে
- ৩ জুন → বিক্রি: ২৪ মে
- ৪ জুন → বিক্রি: ২৫ মে
- ৫ জুন → বিক্রি: ২৬ মে
- ৬ জুন → বিক্রি: ২৭ মে
ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট:
- ৯ জুন → বিক্রি: ৩০ মে
- ১০ জুন → বিক্রি: ৩১ মে
- ১১ জুন → বিক্রি: ১ জুন
- ১২ জুন → বিক্রি: ২ জুন
- ১৩ জুন → বিক্রি: ৩ জুন
- ১৪ জুন → বিক্রি: ৪ জুন
- ১৫ জুন → বিক্রি: ৫ জুন
সময়ভেদে টিকিট ইস্যুর সময়সূচি:
- পশ্চিমাঞ্চলের ট্রেন: সকাল ৮টা থেকে
- পূর্বাঞ্চলের ট্রেন: দুপুর ২টা থেকে
এই বছর ঈদের সব ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনেই বিক্রি হবে, তাই যাত্রীদের ওয়েবসাইটে আগেভাগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।