বিনোদন ডেস্ক : নিজ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হাজার হাজার অনুরাগীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। রোববার মুম্বাইয়ে মান্নাতে ভক্তরা শাহরুখের দেখা পান।
এনটিভির খবরে বলা হয়েছে, প্রতিবছর ঈদ আর জন্মদিনে কিং খান মান্নাতের বারান্দায় এসে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু গত বছর করোনার কারণে সবাইকে মান্নাতের বাইরে ভিড় না করতে অনুরোধ জানিয়েছিলেন তিনি।
গত ঈদুল ফিতরের দিন শাহরুখ ভক্তদের দেখা দেন। দুই মাসের মাথায় আবার ঈদুল আজহায় দেখা দিলেন। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাহাম।
মান্নাতের বাইরে হাজার হাজার জনতাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ।
শাহরুখ দীর্ঘদিন পর ‘পাঠান’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আসতে চলেছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে কিং খান ছাড়া আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।