জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটিসহ ৯ দিন ছুটির ফাঁদে দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। এ সময়ের মধ্যে বন্দরটিতে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কথা জানিয়েছেন বাংলাবন্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ।
শুক্রবার (২৮ মার্চ) সকালে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটিসহ ৯ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক আবদুল মালেক খান মুকুল স্বাক্ষরিত চিঠিতে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি জানানো হয়।
চিঠিতে জানা যায়, ঈদ উপলক্ষ্যে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে আমদানিকারক গ্রুপ ও বাংলাবান্ধা লোড-আনলোড দুই শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনার সাপেক্ষে ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল রোববার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়ী কার্যক্রম চালু করা হবে।
স্থলবন্দর সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়। তবে ঈদের আগে ও পরে দুইদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন আমদানি-রপ্তানি হবে না।
বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।
বাংলাবান্ধা চেকপোস্ট ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফিরোজ কবীর জানান, ঈদের ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। অর্থাৎ যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে সীমান্ত দিয়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।