বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন একটি এইট-ইন-ওয়ান ইউএসবি-সি হাব নিয়ে হাজির হয়েছে অ্যাঙ্কর। আকর্ষণীয় একটি ট্যাবলেট স্ট্যান্ড একই সঙ্গে বহুমুখী চার্জার হিসেবে ব্যবহার করা যাবে। দি অ্যাঙ্কর ৫৫১ ট্যাবলেট স্ট্যান্ডটিতে অনেক পোর্ট যুক্ত করা হয়েছে।
ফলে ফোরকে এইচডিএমআই, ইউএসবি-সি, এইউএক্স ও মেমোরি কার্ড স্লট ব্যবহার করা যাবে। নতুন এ চার্জারের মাধ্যমে অনেক ডিভাইস একসঙ্গে চার্জ দেয়া যাবে। আইপ্যাড প্রো (তৃতীয় ও পঞ্চম প্রজন্ম), আইপ্যাড এয়ার ফোর ও অন্যান্য মডেলসহ বিভিন্ন ডিভাইস ব্যবহার করা যাবে স্ট্যান্ডটিতে। ডিভাইসটিতে ৪৫-১০০ ওয়াটের চার্জিং পাওয়ার রয়েছে। এতে ম্যাকওএস, আইপ্যাডওএস, উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।
দি অ্যাঙ্কর ৫৫১ স্ট্যান্ডটি ৭০-১৮০ ডিগ্রি পর্যন্ত সমন্বয় করা যায়। সর্বোচ্চ ৫ জিবিপিএস গতিতে ফাইল ট্রান্সফার করা যাবে। এসডি বা মাইক্রোএসডি স্লট ব্যবহার করে ১০৪ এমবিপিএসে ফাইল ট্রান্সফার করা যাবে। এইচডিএমআই পোর্ট ব্যবহার করে অন্য ডিসপ্লে ব্যবহার করে ৬০ হার্জ রিফ্রেশ রেটে ফোরকে ভিডিও দেখা যাবে।
অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হওয়ায় দি অ্যাঙ্কর ৫৫১ ট্যাবলেট স্ট্যান্ডটি বেশ মজবুত। এতে টেকসই নন-স্লিপ সিলিকন ব্যবহার করা হয়েছে। অ্যামাজন ও অ্যাঙ্করের ওয়েবসাইটে ৯৯ দশমিক ৯৯ ডলারে পাওয়া যাচ্ছে দি অ্যাঙ্কর ৫৫১ ইউএসবি-সি হাবটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।