আন্তর্জাতিক ডেস্ক : উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল-ফালুজা এলাকায় পানির ট্যাংকে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলের গোলাবর্ষণে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আমরা ফালুজা এলাকায় বাস্তুচ্যুত হয়ে এসেছি। এই অঞ্চলকে নিরাপদ এলাকা বলে মনে করা হয়। কিন্তু হঠাৎ করে এখানে ইসরায়েলিরা গোলাবর্ষণ শুরু করে। আমরা জানি না আসলে কোথায় যাব।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও যাচাই-বাছাই করে দেখেছে আলজাজিরা। ইসরায়েলি হামলায় কীভাবে এলাকাটি রক্তগঙ্গায় পরিণত হয়েছে তা ভিডিওতে উঠে এসেছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।