আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জেফ রেইটজ। বয়স এখন ৫০-এর কোঠায়। গড়েছেন ইতিহাস। ভূষিত হয়েছেন বিভিন্ন সম্মাননায়।
আমেরিকার ডিজনিল্যান্ডে ঘুরতে যাওয়া অনেকের স্বপ্ন। তবে সে স্বপ্নকে একবার নয়, ২হাজার ৯৯৫ বার ছুঁয়ে দেখেছেন তিনি।
স্বপ্নের সেই জায়গায় প্রতিদিনই ঘোরার স্থান করে নিয়েছিলেন জেফ। শুরুটা করেছিলেন ২০১২ সালে। সে থেকে ২০২০ সাল পর্যন্ত একটি দিনও বাদ দেননি ডিজনিল্যান্ডে যাওয়ার অভ্যাসকে।
এ অভ্যাসের কারণেই সর্বাধিক ডিজনিল্যান্ড পরিদর্শনের ইতিহাস গড়েছেন তিনি। তিনিই প্রথম যিনি, আট বছর ধরে প্রতিদিন এখানে এসেছেন।
কেন একই স্থানে বারবার ছুটে যেতেন জেফ? মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, জেফের কাছে মনে হয়েছে, এটিই একমাত্র জায়গা যেখানে হাঁটার জন্য সুন্দর স্থান রয়েছে।
পথচারীদের সঙ্গে কথা বলা, গল্প করার সুযোগ থাকায় কখনোই এখানে আসতে একঘেয়েমি লাগেনি তার। তা ছাড়া জেফ জানান, এখানের খাবার খরচও কম আবার মানও ভালো।
জেফ আরও জানান, অনেকে মনে করেন, ডিজনিল্যান্ডে ঘুরতে অনেক টাকার প্রয়োজন হয়। অথচ সেখানে যেতে বিশেষ কোনো খরচ হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।