জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে প্রায় ১০ হাজার নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “আমাদের মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে। এর মধ্যে পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরাসরি চাপ দিতে না পারলেও, মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরগুলোতে ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, নিয়মিত নিয়োগের ক্ষেত্রে কিছু অনিয়ম ও চ্যালেঞ্জ দেখা দিয়েছে। অতীতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই চিরকুটের মাধ্যমে নিয়োগ হয়েছে। যারা এভাবে অনিয়মের মাধ্যমে নিয়োগ পেয়েছেন, তাদের অনেকেই এখন মূল পদে আসার চেষ্টা করছেন। এ কারণে নতুন নিয়োগ কার্যক্রমও বিভিন্ন আইনি জটিলতায় আটকে যায়। ২০১৬ সালে একটি মামলা করা হয়, যার ফলে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল।
বর্তমানে শ্রম আদালতে যেসব মামলা হয়েছে, তার বেশিরভাগেই সরকারের পক্ষে রায় এসেছে বলে জানান আসিফ মাহমুদ সজীব। তিনি বলেন, “এই নিয়োগ পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে কিনা, তা এক সপ্তাহ আগেও নিশ্চিত ছিলাম না। শেষ পর্যন্ত আমরা পরীক্ষাটি নিতে পেরেছি।
১,৬৬৫টি পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৩৪ হাজার ৯৪ জন, অর্থাৎ প্রতি পদে প্রায় ১২২ জন প্রতিযোগী রয়েছেন। এ থেকেই বোঝা যায়, দেশে বেকারত্বের অবস্থা কতটা ভয়াবহ।”
উপদেষ্টা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় ইতোমধ্যে প্রায় ৩,৫০০ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে আরও অনেকগুলো। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সব জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।