পানির ওপর গোটা শহর! অবাক করার মতো বিষয় হলেও ইতোমধ্যে ভাসমান শহর নির্মাণের কাজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে এমন শহর নির্মাণের কাজ চলছে। এটি তৈরিতে খরচ পড়বে বাংলাদেশি টাকায় ১ হাজার ৭০০ কোটি টাকা মাত্র।
দক্ষিণ কোরিয়ার নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিশ্বে এখন জনসংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু বাড়ছে না মোট ভূমির পরিমাণ। যে কারণে এমন শহরের পরিকল্পনা। জলবায়ু পরিবর্তনের কারণে নানা সঙ্কটের মুখোমুখি হচ্ছে জনপদ। তাই পানির ওপর শহর গড়লে পরিবেশের ক্ষতিসাধনও হলো না, বসবাসের জন্য ব্যবস্থাও হলো।
পানির ওপর শহর নির্মাণের পরিকল্পনার নাম দেয়া হয়েছে ‘ওশিয়ানিক্স’। ২০২৫ নাগাদ এ শহর বসবাসযোগ্য হয়ে উঠবে। এটি নির্মাণে খরচ হবে ২০০ মিলিয়ন ডলার। ১৫ দশমিক ৫ একরের মতো ক্ষেত্রফল হবে এই শহরের।
ভাসমান এ শহরে ভবনের উচ্চতা অবশ্যই কম রাখা হবে। কোনও ভাবেই সাত তলার থেকে বেশি উঁচু করে ভবন নির্মাণ করা হবে না। কারণ বেশি উঁচু ভবন হলে বাতাসের জন্য সমস্যা হতে পারে। অভিনব শহরটির সবই নির্মাণ করা হবে চুনাপাথর দিয়ে।
আপাতত ১২ হাজার মানুষ এ শহরে বাস করতে পারবেন বলে পরিকল্পনা রয়েছে। তবে ভবিষ্যতে এতে এক লাখ লোক বাস করতে পারবেন বলে জানা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।