জুমবাংলা ডেস্ক : এক মিনিটে জিভ ব্যবহার করে ৫৭টি বৈদ্যুতিক ফ্যান থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ভারতের তেলেঙ্গানার ক্রান্তি কুমার পানিকর। ভয়ংকর এই কীর্তির মাধ্যমে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।
তেলেঙ্গানার সুরিয়াপেট এলাকার বাসিন্দা ক্রান্তি পেশায় একজন স্টান্টম্যান। নানা বিপজ্জনক স্টান্টে পারদর্শী হওয়ার কারণে তিনি ‘ড্রিল ম্যান’ নামেও পরিচিত। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে তার রেকর্ড গড়ার একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে লেখা হয়েছে, জিভ দিয়ে এক মিনিটে সবচেয়ে বেশি বৈদ্যুতিক ফ্যান থামানোর রেকর্ডটি ক্রান্তি কুমার পানিকরের, যার সংখ্যা ৫৭।
ভিডিওতে দেখা যায়, রঙিন শার্ট পরা ও লম্বা চুলের ক্রান্তি একের পর এক বৈদ্যুতিক ফ্যানের সামনে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে ফ্যানের পাখা জিভ দিয়ে থামাচ্ছেন। উপস্থিত দর্শকদের করতালি ও চিৎকারে ভরা সেই মুহূর্তে ক্রান্তির এই অভিনব কাজ রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে পড়েছে এবং ইতোমধ্যে প্রায় ছয় কোটি মানুষ এটি দেখেছেন।
তবে তার এই বিপজ্জনক কীর্তি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ক্রান্তির সাহসিকতাকে প্রশংসা করেছেন, আবার অনেকেই এ ধরনের স্টান্টের নিরাপত্তা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন মন্তব্য করেছেন, কীভাবে সম্ভব? তার জিভ কেটে যায়নি কেন? আরেকজন বলেছেন, এ ধরনের রেকর্ড করার বাস্তবিক প্রয়োজনীয়তা কী?
সমালোচনার মধ্যে ক্রান্তি ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করেন। তিনি লেখেন, আমি ছোট একটি গ্রাম থেকে এসেছি, যেখানে বড় কিছু স্বপ্ন দেখা মানেই বিশাল ব্যাপার। আজ চারটি গিনেস রেকর্ড গড়তে পেরে আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ।”
উজবেকিস্তানে প্রেমিকার মন জয় করতে সিংহের খাঁচায় ঢুকে প্রেমিকের মৃত্যু
জিভ দিয়ে ফ্যান থামানোর মতো ঝুঁকিপূর্ণ রেকর্ড ছাড়াও ক্রান্তি আরও কিছু চমকপ্রদ রেকর্ডের মালিক। এর মধ্যে রয়েছে এক মিনিটে হাতুড়ি দিয়ে নাকের ভেতর ২২টি পেরেক ঢুকানোর রেকর্ড। তার এসব অস্বাভাবিক কীর্তি তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিলেও এর ঝুঁকির দিকটি নিয়ে আলোচনা থামছে না।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel