জুমবাংলা ডেস্ক : মাশরুম খেতে কমবেশি সবাই ভালোবাসেন। কখনও স্যুপে, কখনও স্যালাডে মাশরুম দিলেই স্বাদ আরও তিনগুণ বেড়ে যায়। কিন্তু যদি জানতে পারেন যে, এক পিস মাসরুমের দাম ৫ লাখ! হ্যাঁ, এমনই ম্যাজিক মাশরুম বিক্রি হচ্ছে হায়দরাবাদের একটি দোকানে।
এক ক্রেতা সোশাল মিডিয়ায় সম্প্রতি একটা ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, দোকানের একেবারে মধ্যিখানে রাখা রয়েছে এক বিশাল মাপের মাশরুম। যার রং একেবারে চকোলেটের মতো। ওজন লেখা রয়েছে ৬ কিলো। এই ৬ কিলো মাশরুমের দাম ৫ লাখ।
এই ভিডিও ভাইরাল হতেই চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি বিরল মাশরুম। এর উপকারিতাও প্রচুর। এই মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজে লাগে। শুধু তাই নয়, এই মাশরুম দিয়ে সুপ, স্মুদি এবং ফ্রাইও তৈরি করা যায়। যা স্বাদেও ভালো আবার স্বাস্থ্যের পক্ষেও ভালো।
তবে সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো নিয়ে তুমুল শোরগোল। অনেকেই মনে করছেন, এই মাশরুম কোনও মতেই খাওয়ার যোগ্য নয়। শুধু সাজানোর জন্যই হয়তো এটা ব্যবহার হবে। অনেকে আবার বলছেন, এই মাশরুম কিনলে গোটা এক বছর খাবারের জোগান লাগবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।