কর্মজীবনের তাগিদে আজ অসংখ্য মানুষ পরিবার থেকে দূরে একা জীবনযাপন করছেন। কেউ কাজের কারণে ভিনরাজ্যে, কেউ আবার বিদেশে পাড়ি জমিয়েছেন। পড়াশোনার সূত্রে অনেকেই অল্প বয়সেই বাড়ি ছেড়ে অন্য শহরে থাকতে বাধ্য হন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, সন্তানরা বাইরে থাকায় বাড়িতে একা দিন কাটান বয়স্ক বাবা-মায়েরা।

একাকী জীবন মোটেও সহজ নয়। যারা একা থাকেন, তাদের বেশিরভাগ সমস্যার লড়াইটাই নীরব। অসুস্থতা, মানসিক চাপ কিংবা হঠাৎ বিপদ—সবকিছুই অনেক সময় নিজের মধ্যেই সামলাতে হয়। পরিবার বা কাছের মানুষের সহায়তা সবসময় পাওয়া যায় না।
এর ফল ভয়াবহও হতে পারে। এমন বহু ঘটনা ঘটেছে, যেখানে একা থাকা কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেও বা বিপদে পড়লেও পরিবারের কেউই তা জানতে পারেননি। কখনো কখনো সেই অবহেলা জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা মাথায় রেখেই এক অভিনব উদ্যোগ নিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি তৈরি করেছে একটি বিশেষ অ্যাপ—‘সাইলিমি (Sileme)’।
চীনা শব্দ ‘সাইলিমি’-এর অর্থ দাঁড়ায় ‘আর ইউ ডেড?’ বা ‘আপনি কি মারা গেছেন?’ নামটি যতটা চমকপ্রদ, অ্যাপটির ধারণাও ততটাই বাস্তবভিত্তিক। মূলত যারা একা বসবাস করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অ্যাপের নকশা করা হয়েছে।
অ্যাপটি চালু করলেই দেখা যায় একটি বড় সবুজ বৃত্ত। নির্দিষ্ট সময় পরপর ব্যবহারকারীকে সেই বৃত্তে ট্যাপ করতে হয়। এর মাধ্যমে বোঝানো হয়—ব্যবহারকারী সুস্থ আছেন এবং সবকিছু স্বাভাবিক রয়েছে।
সংস্থার তথ্য অনুযায়ী, কেউ যদি টানা দুই দিন অ্যাপে চেক-ইন না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কবার্তা পাঠানো হবে তার পরিবার বা ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে। এতে জানানো হবে, সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো কোনো সমস্যায় রয়েছেন এবং তার খোঁজ নেওয়া প্রয়োজন।
বর্তমানে এই অ্যাপটির ব্যবহার কেবল চীনের মধ্যেই সীমাবদ্ধ। ইতোমধ্যে প্রায় সাড়ে বারো হাজার মানুষ এটি ব্যবহার শুরু করেছেন। চীনে একা বসবাসকারীর সংখ্যা তুলনামূলক বেশি। কাজের চাপ, দীর্ঘদিনের নিঃসঙ্গতা এবং বয়সজনিত সমস্যার কারণে অনেক প্রবীণ মানসিকভাবে ভেঙে পড়েন। কখনো কখনো এই একাকিত্ব থেকেই আত্মহত্যার মতো মর্মান্তিক সিদ্ধান্ত নেন কেউ কেউ, যা পরিবার অনেক সময় জানতে পারে না।
এই বাস্তবতায় ‘সাইলিমি’ অ্যাপটি একা থাকা মানুষদের জন্য কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছেন অনেকেই। এর মাধ্যমে পরিবারের সদস্যরা নিয়মিত প্রিয়জনের খোঁজখবর রাখতে পারবেন।
তবে অ্যাপটি বিনামূল্যের নয়। এটি ব্যবহার করতে নির্দিষ্ট অর্থ খরচ করতে হচ্ছে ব্যবহারকারীদের। জানা গেছে, তিনজন তরুণের একটি ছোট দল এই অ্যাপটি তৈরি করেছেন। তাদের সবারই জন্ম ১৯৯৫ সালে।
অ্যাপটি জনপ্রিয় হওয়ার পর নির্মাতারা জানিয়েছেন, ভবিষ্যতে আরও আধুনিক ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে প্রবীণদের কথা মাথায় রেখে অ্যাপটিকে আরও ব্যবহারবান্ধব করে তোলা হবে।
তবে শুরু থেকেই অ্যাপটির নাম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকের মতে, ‘আর ইউ ডেড?’ নামটি নেতিবাচক ও মানসিকভাবে অস্বস্তিকর। তারা প্রস্তাব দিয়েছেন, নাম পরিবর্তন করে ‘আর ইউ ওকে?’ কিংবা ‘আর ইউ অ্যালাইভ?’ রাখা হলে তা আরও মানবিক ও ইতিবাচক বার্তা দেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


