বর্তমান ডিজিটাল যুগে ইয়ারবাড বা ওয়্যারলেস হেডফোন হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী। গান শোনা, ফোন কল, কিংবা ভিডিও কনফারেন্স-সব ক্ষেত্রেই ইয়ারবাড ব্যবহৃত হয়। ইয়ারবাড কেনার সময় এর চার্জ নিয়ে সবার আগে ভাবেন সবাই। কতক্ষণ চার্জ থাকবে, কতক্ষণ এক চার্জে গান শোনা যাবে তা নিয়েই ভাবনা বেশি।
এবার অপো নিয়ে এলো নতুন ইনকো বাডস ৩ প্রো আনলো বাজারে। কোম্পানির দাবি, এক চার্জে ৫৪ ঘণ্টা গান শোনা যাবে এই ইয়ারবাডে। হেডসেটটিতে প্রতিটি ইয়ারফোনে ৫৮এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে চার্জিং কেসটিতে ৫৬০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
একবার চার্জে ইয়ারফোনগুলো ১২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার দাবি করেছে কোম্পানি। কেসসহ ৫৪ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সময় অফার করে বলে জানা গেছে। ১০ মিনিটের দ্রুত চার্জে ইয়ারফোনগুলোতে চার ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায়।
চার্জিং কেসটিতে একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে। প্রতিটি ইয়ারবাডের ওজন ৪.৩ গ্রাম এবং কেসসহ ইয়ারবাডের ওজন ৪৭.২ গ্রাম।
অপো ইনকো বাডস ৩ প্রো-তে কানের ভেতরের নকশায় ডালপালা রয়েছে। প্রতিটি ইয়ারফোনে টাইটানিয়াম প্লেটিং সহ ১২.৪ মিমি ডাইনামিক ড্রাইভার রয়েছে। ওয়্যারলেস হেডসেটটি গভীর, ভারসাম্যপূর্ণ এবং নিমজ্জিত অডিওর জন্য উন্নত বেস টিউনিং অফার করবে বলে জানা গেছে।
ট্রুওয়্যারলেস হেডসেটটিতে ব্লুটুথ ৫.৪ এবং ডুয়াল ডিভাইস সংযোগের পাশাপাশি এএসি এবং এসবিসি অডিও কোডেক রয়েছে। এতে টাচ কন্ট্রোল, গুগল ফাস্ট পেয়ারিং সাপোর্ট রয়েছে। গেমাররা একটি লো-লেটেন্সি মোড অ্যাক্সেস করতে পারে যা অডিওভিজ্যুয়াল ল্যাগকে ৪৭ মিলিসেকেন্ডে কমিয়ে আনে।
ইয়ারবাডটিতে ধুলা ও পানি প্রতিরোধের জন্য IP55 রেটিং রয়েছে। কালো এবং সাদা রঙের বিকল্পে পাওয়া যাবে ইয়ারবাডটি। ভারতে অপো ইনকো বাডস ৩ প্রো-এর দাম ১ হাজার ৭৯৯ রুপি। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন ইয়ারবাডটি।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।