বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড হচ্ছে হুয়াওয়ে। এবার নতুন একটি স্মার্টওয়াচ এনেছে সংস্থা। হুয়াওয়ে ওয়াচ ১০। অসংখ্য নতুন ফিচারে ঠাঁসা এই স্মার্টওয়াচটি। সংস্থার দাবি, নতুন স্মার্টওয়াচ যেখানে একবার পুরো চার্জ দিলে তা চালু থাকবে প্রায় ১৪ দিন।
হুয়াওয়ে ওয়াচ ১০ স্মার্টওয়াচে ১.৪৭ ইঞ্চির অ্যামোলেড আয়তাকার ডিসপ্লে রয়েছে। এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট পাবেন ইউজাররা। স্ক্রিনে রয়েছ সোয়াইপ অ্যান্ড টাচ জেসচার। পলিমার এবং অ্যালুমিনিয়াম অ্যালয়ে কেস অপশনে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। সাইডের অংশে রয়েছে নেভিগেশন বাটন।
হুয়াওয়ে ব্র্যান্ডের এই স্মার্ট ওয়ারেবল ডিভাইসে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে যেমন-স্লিপ হার্ট রেট ভ্যারিয়েবলিটি এবং স্ট্রেস লেভেল। এইসব মেট্রিক্স ছাড়াও রয়েছে আরও অনেক হেলথ ট্র্যাকিং ফিচারের সাপোর্ট।
১০০টি প্রিসেট ওয়ার্ক আউট মোড রয়েছে এই স্মার্টওয়াচে। রানিং, সাইক্লিং, যোগাসন, সুইমিং এবং আরও অনেক ধরনের ওয়ার্ক আউট মোড রয়েছে। সুইমার বা সাঁতারুদের জন্য স্মার্টওয়াচটি আদর্শ ডিভাইস।
সুইম স্ট্রোক এবং ল্যাপ ডিটেকশনের ক্ষেত্রে ৯৫ শতাংশ নিখুঁত পরিমাপ দেবে এই স্মার্টওয়াচ। এক্ষেত্রে সাহায্য করবে নাইন অ্যাক্সিস সেনসর এবং এআই যুক্ত স্ট্রোক রেকগনিশন ফিচার।
এই স্মার্টওয়াচ 5ATM ওয়াটার রেজিসট্যান্ট যুক্ত ওয়ারেবল ডিভাইস। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু’ধরনের ভার্সনেই এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব। এই স্মার্টওয়াচে পুরো চার্জ হতে লাগবে মাত্র ৪৫ মিনিট। আর ৫ মিনিট চার্জে প্রায় ২ দিন অর্থাৎ ৪৮ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে এই স্মার্টওয়াচ।
পলিমার কেসের ক্ষেত্রে কালো এবং গোলাপি রঙে লঞ্চ হয়েছে এই স্মার্ট ওয়ারেবল ডিভাইস। আর অ্যালুমিনিয়াম কেসের ক্ষেত্রে নীল, সবুজ, ম্যাট ব্ল্যাক, পার্পল এবং সাদা রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। স্মার্টওয়াচের পলিমার কেস অপশনের দাম ভারতে ৬ হাজার ৪৯৯ রুপি থেকে। অন্যদিকে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি ভ্যারিয়েন্টের দাম ৬ হাজার ৯৯৯ রুপি।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।