বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে কমবেশি সবাই স্মার্ট গ্যাজেট ব্যবহার করেন। বিশেষ করে ইয়ারবাড এবং স্মার্টওয়াচ। তারবিহীন ইয়ারবাড ব্যবহার যেমন স্বাচ্ছন্দ্যময় তেমনি বহন করাও সহজ। তাই এর চাহিদাও বাড়ছে দিন দিন। বিভিন্ন সংস্থা তাদের ইয়ারবাড আছে বাজারে।
জনপ্রিয় সংস্থা সিএমএফ এবার একসঙ্গে ৩টি ইয়ারবাড আনলো বাজারে। সিএমএফ বাডস ২এ, সিএমএফ বাডস ২ এবং সিএমএফ বাডস ২ প্লাস। ৫০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট পাওয়া যাবে এই তিনটি ইয়ারবাডসে।
সিএমএফ হলো নাথিং কোম্পানির সাব-ব্র্যান্ড। সিএমএফ বাডস ২এ, সিএমএফ বাডস ২, সিএমএফ বাডস ২ প্লাস ইয়ারবাডে রয়েছে অসংখ্য ফিচার। যা ব্যবহারকারীকে এটি ব্যবহারে দারুণ অভিজ্ঞতা পাবেন।
ইয়ারবাডগুলোতে একবার পুরো চার্জ দিলে, চার্জিং কেস সমেত ৬১ ঘণ্টারও বেশি চার্জ থাকবে এই তিনটি ইয়ারবাডসে, এমনটাই দাবি করেছে সিএমএফ সংস্থা। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে সিএমএফ সংস্থার নতুন তিন ইয়ারবাডসে। অর্থাৎ একই সময় একের বেশি ডিভাইসের সঙ্গে এইসব ইয়ারবাডস যুক্ত করা যাবে।
নাথিং এক্স অ্যাপও সাপোর্ট করবে সিএমএফ বাডস ২এ, সিএমএফ বাডস ২ এবং সিএমএফ বাডস ২ প্লাস-এই তিনটি ইয়ারবাডস মডেলে। সিএমএফ বাডস ২এ লঞ্চ হয়েছে ডার্ক গ্রে, অরেঞ্জ শেড এবং লাইট গ্রে শেডে। সিএমএফ বাডস ২ মডেল লঞ্চ হয়েছে হালকা সবুজ রঙে। আর সিএমএফ বাডস ২ প্লাস ইয়ারবাডস লঞ্চ হয়েছে নীল এবং লাইট গ্রে রঙে।
সিএমএফ বাডস ২এ মডেলের দাম ভারতে শুরু হচ্ছে ২ হাজার ১৯৯ রুপি থেকে। সিএমএফ বাডস ২ মডেলের দাম ২ হাজার ৬৯৯ রুপি। আর সিএমএফ বাডস ২ প্লাস ইয়ারবাডসের দাম ৩ হাজার ২৯৯ রুপি।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।