বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Realme C সিরিজ বরাবরই বাজেট-ফ্রেন্ডলি হিসাবে পরিচিত। এই লাইনআপের ফোনগুলি কম দামে ভাল ফিচার্স অফার করে। ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে নতুন বিকল্প তুলে দিতে এদিন সস্তায় Realme C71 লঞ্চ হল। নয়া স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল বিশাল 6,300Mah ব্যাটারি, যা একবার চার্জ দিলে সারাদিন চলবে বলে আশা করা যায়। ডিজাইনের দিক থেকেও যথেষ্ট নজরকাড়া। ব্যাক প্যানেল দেখতে দারুণ আকর্ষণীয়। এছাড়া, এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-সমর্থিত 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সাথে 6 জিবি পর্যন্ত RAM এবং সর্বাধিক 128GB স্টোরেজে উপলব্ধ। আবার প্রয়োজন পড়লে র্যামের পরিমাণ বৃদ্ধি করার সুযোগ থাকছে, যাকে প্রযুক্তির ভাষায় বলা হয় ভার্চুয়াল র্যাম।
Realme C71 স্পেসিফিকেশন ও ফিচার্স
Realme C71 স্মার্টফোনের সামনে 6.67-ইঞ্চি এইচডি+ (720×1604 পিক্সেল) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, ও সর্বোচ্চ 725 nits ব্রাইটনেস সমর্থন করে।
এটি একটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেট দ্বারা চালিত, যা 6GB পর্যন্ত RAM ও 128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে। রিয়েলমি ফোনটিতে ডায়নামিক RAM বৈশিষ্ট্য রেখেছে, যার ফলে RAM ভার্চুয়ালি 18 জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, Realme C71-এ 50-মেগাপিক্সেল AI প্রযুক্তির ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আবার সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, স্মার্টফোনটিতে 5-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ফোনটিতে স্মার্ট টাচ ফিচার্স রয়েছে এবং 1.5 মিটার থেকে পড়লেও অক্ষত থাকবে বলে দাবি করা হয়েছে। ফোনের Armorshell বিল্ড মিলিটারি স্ট্যান্ডার্ড শকপ্রুফ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে দাবি রিয়েলমির।।
এছাড়া, ডিভাইসটিতে SonicWave ওয়াটার ইজেকশন প্রযুক্তি রয়েছে যা ডিভাইসের ভিতরে জমে থাকা জল পরিষ্কার করে খারাপ হওয়ার সম্ভাবনা কমায়। ফোনটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অ্যাক্সিলারেশন সেন্সর, ফ্লিকার সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, সাইড ক্যাপাসিটিভ সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর উল্লেখযোগ্য। Realme C71 এর ব্যাটারি ফুল চার্জে টানা নয় ঘন্টা পর্যন্ত গেমিং টাইম প্রদান করবে বলে দাবি করা হয়েছে।
Realme C71 স্মার্টফোনের দাম
Realme C71 বাংলাদেশ, ভিয়েতনাম সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। প্রতিবেশী দেশে ফোনটির 4GB র্যাম + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের (বেস মডেল) দাম BDT 14,999 (ভারতীয় মুদ্রায় প্রায় 10,000 টাকা)।
এটি 6GB র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনেও পাওয়া যাবে, যার দাম BDT 15,999 (প্রায় 12,000 টাকা)। ব্ল্যাক নাইট আউল এবং সোয়ান হোয়াইট নামে দুটি রঙের বিকল্পে কেনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।