জুমবাংলা ডেস্ক : একসঙ্গে ৩৮টি কুকুর হাঁটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন কানাডার মিচেল রুডি নামে এক যুবক। কুকুরগুলোকে নিয়ে তিনি ০.৬ মাইল ( এক কিলোমিটার) পথ হাঁটেন। এর মাধ্যমে এই যুবক আগের ৩৬টি কুকুর হাঁটানোর রেকর্ডকে ভেঙে দিয়েছেন। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ কোরিয়ায় গোসান নামক যুবকের। মিচেলের এই রেকর্ড গড়ার জন্য কোরিয়ান কেএ৯ রেসকিউ (KK9R) শেল্টার থেকে কুকুর সরবরাহ করা হয়।
মিচেল রুডি কানাডিয়ান দাতব্য সংস্থা বঙ্কের (BONK) অন্যতম প্রধান উদ্যোগী। তিনি বলেন, এতগুলো কুকুরের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
মিচেল আরও জানান, এই কুকুরগুলোর মধ্যে কিছু কুকুর পাপি মিল থেকে উদ্ধার করা হয়েছে। আবার কিছু কুকুর আগে মাংস উৎপাদনকারী এলাকায় ছিল। এগুলো কোরিয়ার কেএ৯ রেসকিউসহ অন্যান্য সংস্থার মাধ্যমে উদ্ধার করা হয়েছে। রেসকিউ কুকুরদের নিয়ে অনেক ভুল ধারণা আছে। তারা অসাধারণ প্রাণী, তারা একটি ভালো বাড়ি পাওয়ার যোগ্য (বাড়িতে লালন-পালন ও যত্ন পাওয়ার যোগ্য)। শুধু তাদের একটু ভালোবাসা দরকার।
কেএ৯ রেসকিউর নির্বাহী পরিচালক জিনা কিম-সাদিকু বলেন, আমাদের প্রস্তুতির জন্য খুব বেশি সময় ছিল না। তবে কুকুরগুলোর শক্তিশালী প্রশিক্ষণ ছিল বলে আমরা কম সময়ের মধ্যেই অনেক কিছু অর্জন করতে পেরেছি।
মিচেল আরও জানান, তার এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক কুকুরের জন্য নতুন বাড়ি খুঁজে বের করা। তিনি বলেন, আমরা এমন কিছু করতে চেয়েছিলাম যাতে কুকুরগুলো তাদের চ্যাম্পিয়নসুলভ গুণাবলির প্রমাণ দিতে পারে। এরা খুবই ভালো কুকুর, এরা একটি ভালো বাড়ির প্রাপ্য।
গিনেস রেকর্ড ভাঙার জন্য মিচেলকে ১ কিলোমিটার (০.৬ মাইল) হাঁটতে হয়েছিল এবং পুরো সময় কুকুরগুলোকে লিডে রাখতে হয়েছিল। সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।