জুমবাংলা ডেস্ক : বাংলা লেখার অন্যতম জনপ্রিয় সফটওয়্যার ‘অভ্র’ কিবোর্ড এর উদ্ভাবক মেহেদী হাসান খান এবার পাচ্ছেন একুশে পদক ২০২৫। বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে সহজলভ্য করতে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ ঘোষণা দেন।
অভ্র’র জন্ম ও পথচলা
২০০৩ সালে বইমেলায় বায়োস নামক এক প্রদর্শনী দেখে অনুপ্রাণিত হন মেহেদী হাসান খান। তখন বাংলা লেখার জন্য ইউনিকোডভিত্তিক কোনো সহজ সমাধান না থাকায় তিনি নিজেই এক উদ্ভাবনী সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নেন।
প্রথমে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একটি প্রোটোটাইপ তৈরি করলেও তা কার্যকর হয়নি। পরে ভিজ্যুয়াল বেসিক ভিত্তিক সংস্করণ তৈরি করেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়।
২০০৩ সালের ২৬ মার্চ প্রথমবারের মতো অভ্র কী-বোর্ড উন্মুক্ত করা হয়। এরপর ১৫ সেপ্টেম্বর ২০০৩ ওমিক্রনল্যাব থেকে এটি প্রকাশিত হয়। বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন-সহ বহু প্রতিষ্ঠান এই সফটওয়্যার ব্যবহার করছে।
Realme GT 7: সবচেয়ে সস্তা Snapdragon 8 Elite স্মার্টফোন আসছে
স্বীকৃতি ও পুরস্কার
দীর্ঘদিন ধরে অভ্র ব্যবহারকারীরা মেহেদী হাসান খানের স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন। ২০১১ সালে তিনি বেসিস পুরস্কার পেলেও এবারই প্রথম তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক প্রদান করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।