মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপেজলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা এক নির্বাচনী উঠান বৈঠকে ভোটরদের দ্বারপ্রান্তে গিয়ে ভোট চাইলেন।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা । এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাইরের বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, এ্যাডভোকেট ফারুক আহমেদ ফিলিপ, এ্যাডভোকেট আওলাহ হোসেন, যুবলীগ নেতা মো: ইমরান হোসেন বাদল প্রমুখ।
এ সময় উপস্থিত স্থানীয় শত শত নারী-পুরুষ ভোটার সদর উপেজলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
এ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা তার বক্তব্যে বলেন, আমি অতীতে যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতেও সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবো। নির্বাচনে জয়ী হলে সাধারণ মানুষের জীবন জীবিকার মানোন্নয়েন নি:স্বার্থভাবে কাজ করবো ইনশাআল্লাহ। একইসাথে এ অঞ্চলের রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।