আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাস্তায় চালু হলো ইলেকট্রিক বাস। বাসটি দোতলা। যদিও এর আগে দোতলা বাস কলকাতার রাস্তায় দীর্ঘদিন ধরে যাতায়াত করছে। ফলে দোতলা বাস দেখা বা চড়ার সাথে কলকাতার মানুষ অভ্যস্ত তবে এবারের দুতলা বাসের ডিজাইন সম্পূর্ণ আলাদা। অনেকটাই ইউরোপের আদলে করা এ বাসের ডিজাইন।
জানা গেছে, বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। একইসাথে এটি ইলেকট্রিক বাস। ফলে তেল লাগবে না এই বাস চালাতে। যার ফলে এটি পরিবেশ বান্ধবও।
বাসটি লাল কালারের হলেও পরিবেশ বান্ধব, দূষণও কমাবে এবং বিদেশ থেকে তেল কেনার বোঝাও এভাবেই একদিন কমবে এ চিন্তা করে এ বাসের নাম দেয়া হয়েছে সবুজ বাস।
জানা গেছে, আপাতত বাণিজ্য নগরী মুম্বইয়ের রাস্তায় এই বাস চলাচল শুরু করেছে। যার পথচলার শুভ সূচনা করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলেছেন। এই বাস ভারতের অশোক লেল্যান্ড সংস্থার তৈরি। ফলে ভারত এবার নিজের প্রয়োজন নিজেই মেটাতে শুরু করেছে। এই উদ্যোগকে একটা বিপ্লব বলেই অভিহিত করেছেন মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।