বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বৈদ্যুতিক গাড়ি বা ইলেক্ট্রিক ভেহিকল (ইভি)। শুধুমাত্র ২০২২ সালে বিশ্বে বিক্রি হয়েছে ১ কোটিরও বেশি বৈদ্যুতিক গাড়ি। যা আগের বছরের তুলনায় বেড়েছে ৬৫ শতাংশ।
বিশ্বে খুব দ্রুত জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির জায়গা করে নিচ্ছে ইভি হিসেবে পরিচিত বিদ্যুৎচালিত গাড়ি। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী গত বছর বিশ্বে বিদ্যুৎচালিত ইলেক্ট্রিক প্যাসেঞ্জার ভেহিকল বিক্রি হয়েছে ১ কোটি ২ লাখ ইউনিট। যা ২০২১ সালের থেকে ৬৫ শতাংশ বেশি।
বিশ্বে ইভির সবচেয়ে বড় বাজার চীন। কোভিড লকডাউন সত্ত্বেও দেশটিতে গত বছরের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক ইভি বিক্রি আগের বছরের চেয়ে ৫৩ শতাংশ বেড়েছে। বিক্রি হওয়া ইভির ৭২ শতাংশই ছিল ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি বা বিইভি। আর বাকিগুলো প্লাগ ইন হাইব্রিড ইভি বা পিএইচইভি।
চীনে নতুন করে কোভিড সংক্রমণ না ঘটলে গত বছর বৈদ্যুতিক গাড়ির বিক্রি আরও বেশি হতো বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক গাড়ির গাড়ি উৎপাদন, বিক্রি ও যন্ত্রাংশ সরবরাহের সাপ্লাই চেইন।
কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে ইভির জগতে রাজত্ব করছে দশটি কোম্পানি। বছরের চতুর্থ প্রান্তিকে বিক্রি হওয়া সব গাড়ির মধ্যে ৭২ শতাংশই ছিলো এই দশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের।
এদিকে বিশ্বে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় বাজার হিসেবে চীনের পরপরই রয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানির। গত বিশ্বে বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ির ৫৯ শতাংশই বিক্রি হয়েছে চীনে। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনেও এগিয়ে দেশটি। বিশ্বের ৬৪ শতাংশ বৈদ্যুতিক গাড়িই উৎপাদন হয় চীনে।
কাউন্টার রিসার্চের তথ্য অনুযায়ী ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয় চীনা কোম্পানি বিওয়াইডির গাড়ি। বিক্রি হওয়া মোট ইভির ২০ শতাংশই ছিল প্রতিষ্ঠানটির দখলে। ১২ শতাংশ নিয়ে এর পরের অবস্থান টেসলার। তৃতীয় অবস্থানে রয়েছে ফোক্সওয়াগন।
তবে একক মডেল হিসেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেসলার মডেল ওয়াই। এরপর রয়েছে বিওয়াইডির সং। টেসলার মডেল থ্রি রয়েছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় তৃতীয় স্থানে।
বিশ্লেষকরা মনে করছেন খুব দ্রুতই প্রচলিত ইঞ্জিনের গাড়িকে হটিয়ে বিশ্বের প্যাসেঞ্জার ভেহিকলের বাজার দখল করে ফেলবে বৈদ্যুতিক গাড়ি। চলতি বছর বিশ্বে ১ কোটি ৭০ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।