বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশে প্রথমবারের মতো বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি আনল অডি বাংলাদেশ। মডেল অডি ই-ট্রন ৫০ কোয়ান্ট্রো। এই ইলেকট্রিক গাড়ি বিক্রির জন্য ইতোমধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে ইভি ক্যাটাগরির অধীনে নিবন্ধন করা হয়েছে। অর্থাৎ ক্রেতারা এই গাড়ি কিনে সহজেই নিজের নামে নিবন্ধন করতে পারবেন।
মাত্র ৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি. গতি সঞ্চারণের ক্ষমতার অধিকারী এই গাড়িটি এক চার্জে ৩০০ কিলোমিটার যেতে পারে। এতে দুইটি ইলেক্ট্রিক মোটর আছে, যা ২৩০ কিলোওয়াট শক্তি সৃষ্টি করে এবং এর অল-হুইল ড্রাইভের মাধ্যমে যেকোনো রাস্তায় কোনো ধরনের দূষণ সৃষ্টি ছাড়াই ব্যবহার করা যাবে।
অডি ই-ট্রনের প্রাথমিক ফিচারগুলোর মধ্যে রয়েছে, মেট্রিক্স এলইডি হেডলাইটস, এডাপটিভ এয়ার সাসপেনশান, ভার্চুয়াল ককপিট প্লাস, ২০ আউডি এলয় হুইলস, প্রাইভেসি গ্লাস, প্যানারমিক গ্লাস সানরুফ, ৪ জোন ক্লাইমেট চেঞ্জ কনট্রোল এসি, লেদার সিটস এবং ৩৬০ ডিগ্রি সারাউন্ড ভিউ ক্যামেরা।
গাড়িটি তেজগাঁওয়ে অডি শোরুমে থেকে কেনা যাবে ১ কোটি ৫৯ লাখ টাকায়। ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টিসহ থাকছে দুই বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি।
গেইমারদের জন্য সুখবর: সুইচ কনসোলের উৎপাদন বাড়াতে চায় নিনতেনদো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।