আন্তর্জাতিক ডেস্ক : রেললাইনের মাঝে বিদ্যুতের খুঁটি? এমন দৃশ্য আগে কখনও দেখেছেন? এ বার সেই দৃশ্যই ধরা পড়ল পাশের দেশ ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায়।
এক সাংবাদিক তাঁর টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেছেন। টুইটে তিনি লেখেন, ‘রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি পোঁতার ঘটনা অনেক বার দেখা গিয়েছে। কিন্তু রেললাইনের মাঝে এই প্রথম দেখা গেল বিদ্যুতের খুঁটি।’
सड़क पर बिजली के खंभे के तो कई मामले सामने आ चुके हैं, लेकिन रेल की पटरियों के बीच ऐसा पहली बार दिख रहा है। मामला मध्यप्रदेश के सागर जिले के ईसरवार स्टेशन का है। pic.twitter.com/BXtBYDtuKa
— Avadhesh Akodia (@avadheshjpr) August 23, 2022
সাংবাদিক দাবি করেছেন, ঘটনাটি সাগর জেলার ইসরবার স্টেশনের। বিনা-সাগর-কাটনি রেলশাখায় তৃতীয় লাইন বসানোর কাজ চলছে। ওভারহেড তার বসানোরও কাজ চলছে একই সঙ্গে। সেই ওভারহেড তারের জন্য একটি বিদ্যুতের খুঁটি ইসরবার এবং নারায়াভালি স্টেশনের মাঝে রেললাইনে বসানো হয়েছে।
এই ভিডিওর মাধ্যমে ঠিকাদারের কাজের নমুনা তুলে ধরতে চেয়েছেন সাংবাদিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।