বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এই প্রথম বাজারে এলো স্বচ্ছ ব্যাক বডি প্যানেলের ইলেকট্রিক স্কুটার। এই স্কুটার এনেছে আথার এনার্জি।
আথার এনার্জির সিইও তরুণ মেহতা জানিয়েছেন, নতুন স্কুটারে ট্রান্সপারেন্ট প্যানেল দেওয়া হচ্ছে, যা আগে কোনও ইলেকট্রিক স্কুটারে দেখা যায়নি।
ভারতের আথার এনার্জি খুব অল্প সময়ের মধ্যেই দেশের ইলেকট্রিক স্কুটারের বাজারে জনপ্রিয়তা পেয়েছে। বৈদ্যুতিক স্কুটার প্রস্তুতকারক সংস্থাটি এর মধ্যেই দুটি মডেল লঞ্চ করেছে। তার একটি আথার ৪৫০এস অন্যটি আথার ৪৫০এক্স। এবার এই প্রতিষ্ঠান আরও একটি নতুন মডেল নিয়ে কাজ করছে, যাতে ট্রান্সপারেন্ট বডি প্যানেল থাকবে।
ধারনা করা হচ্ছে, নতুন স্কুটারটিকে আথার সিরিজ ২ নামে বাজারে আসবে।
এই ব্যাটারিচালিত স্কুটারের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার ট্রান্সপারেন্ট বডি প্যানেল। অনন্য এই লুক ও ডিজাইনে এটি বাজারে আসবে।
যে ৫ কারণে অন্যান্য ফলের সঙ্গে খাবারের তালিকায় রাখতে হবে আতা
এখনও পর্যন্ত এই বিষয়টি পরিষ্কার নয় যে, আথার সিরিজ ২ তার আগের প্রজন্মের মতো একই ডিজাইন বহন করবে কি না। পাশাপাশি এই মুহূর্তের আথার ৪৫০ রেঞ্জের সঙ্গে নতুন স্কুটারগুলোর হার্ডওয়্যার, মোটর, ব্যাটারিসহ অন্যান্য ফিচারগুলোও এক হবে কি না, সে বিষয়েও কোনও ইঙ্গিত মেলেনি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।