আবারও বাড়ছে বিদ্যুতের দাম, ঘোষণা বৃহস্পতিবার

বিদ্যুতের দাম

জুমবাংলা ডেস্ক : পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার। আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী গণমাধ্যমে বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যুতের দাম

মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষ্যে ১৮ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। মে মাসের গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর।

এর আগে বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল যেকোনো দিন বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে গত রোববার জানিয়েছিলেন।

দেশে বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিপিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহক বা খুচরা পর্যায়ে বিতরণ করে দেশের পাঁচটি কোম্পানি। এগুলো হলো ডেসকো, ডিপিডিসি, আরইবি, নেসকো ও ওজোপাডিকো। বিপিডিবিও পাইকারি বিদ্যুৎ বিক্রির পাশাপাশি দেশের কিছু এলাকায় সরাসরি বিদ্যুৎ সরবরাহ করছে।

নিজেকে কেন ‘পণ্য’ মনে হয়েছিল অস্কারজয়ী জেনিফারের

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দেশে গত ১২ বছরে ৯ বার বিদ্যুতের দাম বেড়েছে। এ সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়।