বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : উষ্ণায়ন পৌঁছেছে চরম পর্যায়ে। শেষের সেদিন দূরে নয়, বলছেন পরিবেশবিদরা। এই অবস্থায় বিকল্প শক্তির খোঁজে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা। তেমনই এক সম্ভাবনার কথায় সকলেই অবাক। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের একদল গবেষক দাবি করেছেন, ঘন মেঘের আর্দ্রতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কীভাবে?
বিশেষত বর্ষাকালে আকাশের ঘণ কালো মেঘে বিদ্যুতের তরবারি দেখেছি সকলেই। আলোর ওই ঝলকানি, কড়কড়ানি শব্দ বুকে ভয় ধরায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও বিরল না। না, সরাসরি এই বিদ্যুৎকে কাজে লাগানোর কৌশল এখনও আবিষ্কৃত হয়নি বটে, তবে অন্য উপায় বের করে ফেলেছেন বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের গবেষক জিয়াওমেং লিউ এবং জুন মেও।
দুই বিজ্ঞানীর দাবি, ঘণীভূত মেঘ যাতে বিন্দু বিন্দু জলকণা রয়েছে, তার থেকে বিদ্যুৎ তৈরির কৌশল আবিষ্কার করে ফেলেছেন তারা। ঘণীভূত মেঘের প্রতিটি জলকণাই আসলে চার্জড পার্টিকল। এদের থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবে নতুন ডিভাইস। ইতিমধ্যে গবেষণাগারে নতুন যন্ত্রের মাধ্যমে বিদ্যাৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিজ্ঞানীরা দাবি করেছেন, সাফল্যের দিকেই এগোচ্ছে তাদের কাজ। এর ফলে ভবিষ্যতে পরিবেশের ক্ষতি না করেও বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হবে। সূত্র: ইউরোনিউজ।
উষ্ণায়ন পৌঁছেছে চরম পর্যায়ে। শেষের সেদিন দূরে নয়, বলছেন পরিবেশবিদরা। এই অবস্থায় বিকল্প শক্তির খোঁজে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা।
বৃহস্পতি গ্রহে দেখা গেল বিদ্যুতের ঝলকানি, অবাক নাসার বিজ্ঞানীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।