আন্তর্জাতিক ডেস্ক: নিজের যমজ বাচ্চার সঙ্গে মা হাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। হাতির ক্ষেত্রে যমজ বাচ্চা দেওয়ার ঘটনা বিরলই বলা চলে। আর যমজ বাচ্চার সঙ্গে মা হাতির দৃশ্যও নেটিজেনদের কাছে নতুন বিষয়। সে কারণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি দেখা যায়, ছোট্ট দুই হাতি তাদের মায়ের সঙ্গে খেলছে এবং হাঁটা শিখছে।
টুইটারে ভিডিওটি পোস্ট করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, ভারতের বান্দিপুর ন্যাশনাল পার্কে যমজ হাতির জন্ম হয়েছে। এ ধরনের ঘটনাকে বিরল হিসেবেও উল্লেখ করা হয়েছে।
সপ্তাহখানেক আগে কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভে মা হাতিটি যমজ হাতির জন্ম দিয়েছে। স্থানীয় বন কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
মা হাতিটির সঙ্গে বাচ্চাদের খেলাধুলা ও হাঁটার ভিডিও ধারণ করছেন স্থানীয় থেকে শুরু করে পর্যটকরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে আপ্লুত নেটিজেনরা।
সূত্র : এনডিটিভি।
ভিডিওটি দেখতে পারেন …
An elephant at Bandipur National Park, India gave birth to twin https://t.co/JfUKVY80NL event said to be extremely rare.🐘🐘😍 pic.twitter.com/8NdVg3gTvW
— 𝕐o̴g̴ (@Yoda4ever) April 21, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।