সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন, দুই চাঁদাবাজ ইউটিউব খুলে লাখ লাখ ডলারের মালিক হয়েছে। ফেসবুক-ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদেরকে সাংবাদিক দাবি করেই যাচ্ছে। রোববার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ইলিয়াস হোসাইনের ফেসবুক পোস্টটি পাঠকদের হুবহু দেওয়া হলো-
‘আমি সারা দিনে একবার বলি না আমি সাংবাদিক। কারণ আমি বললেও মানুষ জানে, না বললেও মানুষ জানে। শুধু সাংবাদিক না, আল্লাহর রহমতে ২০১২ সালে দেশ সেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কারটিও আমার। কিন্তু এরা ফেসবুক-ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদেরকে সাংবাদিক দাবি করেই যাচ্ছে। তারপরেও কেউ তাদের সাংবাদিক বলে না। কী একটা অবস্থা।
আজ থেকে ৫ বছর আগে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছিল আমার কাছে। তারপর দুই চাঁদাবাজ ক্ষমা চেয়েছিল কিন্তু কিছুদিন পরেই আবার চাঁদাবাজি শুরু করে। এখনও প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে।
বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করে লাখ লাখ ডলারের মালিক হয়ে গিয়েছে। আমেরিকাতে ২-৩ বাড়ির মালিক হয়ে গিয়েছে। দুদিন পরপর বিদেশ ট্যুর দেয় আবার তারাই নীতিবাক্য বলে। আমি এসব চোর ছেঁচড় নিয়ে কথা না বললেও এরা প্রতিদিনই আমার বিরুদ্ধে বলেই যাচ্ছে। স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটি পুরনো ভিডিও লিংক দিয়েছেন ইলিয়াস।
যাই হোক, এই ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না, আজকে রফিক আমাকে নিয়ে চাঁদাবাজের একটি ভিডিও দেখে রাগে এটা খুঁজে বের করেছে। ভিডিওটা দেখলেই বুঝবেন এরা কত পবিত্র চাঁদাবাজ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।