জুমবাংলা ডেস্ক: দীর্ঘ দুই মাস পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ ছিল। শনিবার রাত ১২টার পর থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা।
এতদিন ইলিশের আড়তে ছিল সুনশান নিরবতা সেইসব আড়ত জেলে, মৎস্যজীবী ও আড়তদারদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠবে। মাছ ধরে বিগত দিনের ধার-দেনা শোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী জেলেরা।
ঝকঝকে রুপালি ইলিশে ভরে উঠবে নৌকা, এই আশায় ঘাটের পাড়ে জাল এবং নৌকা ঠিক করায় ব্যস্ত সময় পার করছেন জেলেরা। শনিবার রাত থেকে মাছ ধরাকে কেন্দ্র করে কর্মব্যস্ত হয়ে পড়বেন বেকার জেলেরা।
ভোলা সদরের ইলিশা, তুলাতলী, ভোলার খাল, নাছির মাঝিসহ বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে, ইলিশ ধরার জন্য জেলেরা প্রস্তুতি নিচ্ছেন। শনিবার মধ্যরাত থেকে মাছ ধরা শুরু, তাই ঘাটে ঘাটে দেখা যাচ্ছে প্রস্তুতি। কেউ জাল বুনছেন কেউ নৌকায় রং দিচ্ছেন কেউবা ট্রলার-নৌকা মেরামত করছেন। নতুন উদ্যোমে ফের নদীতে নামার প্রস্তুতি উপকূলের জেলেদের।
অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের উৎপাদন বাড়বে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম। তিনি বলেন, মাছ ধরতে এখন আর বাধা নেই। জেলেরা উৎসবমুখর পরিবেশে মাছ ধরতে নেমে পড়বেন। আমরা আশা করছি এবার ইলিশের উৎপাদন বাড়বে।
এদিকে, চাঁদপুরে গত দু’মাসে জাটকা সংরক্ষণ অভিযান পর্যালোচনায় দেখা গেছে, নিবন্ধিত জেলেদের মধ্যে অধিকাংশ জেলেরা মাছ ধরা থেকে বিরত ছিল। তবে এক শ্রেণির অসাধু ও মৌসুমী জেলেরা চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় জাটকা ইলিশ নিধন করেছে। এই বিশাল নদী এলাকায় জেলা টাস্কফোর্স সদস্য কম হওয়ার পরও সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে জাটকা নিধন সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব না হলেও, অনেকাংশে সফল হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, গত দু’মাসে জেলা টাস্কফোর্স জাটকা ইলিশ রক্ষায় ৫০৭টি অভিযান ও ৮৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এতে সাড়ে ৯৬ লাখ বর্গ মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়। ১৫৪টি মামলা দায়ের ও ১৫২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। নিলামকৃত আয় প্রায় আড়াই লাখ টাকা। অভিযানকালে সাড়ে ১২ মেট্রিক টন জাটকা আটক করে গরিব, অসহায় ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।