আমি অ্যান্ড্রয়েড নই: ইলন মাস্ক

টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টুইটার কেনার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। নিউইয়র্কে বার্ষিক ‘মেট গালা’ উৎসবের লাল কার্পেটে হেঁটেছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা।

আগে থেকে নানা কারণে সমালোচক আর নিন্দুকদের খোঁচায় থাকা মাস্ক টুইটার কিনে আরও বিপাকে। নানা মাধ্যমে তাকে নিয়ে চলছে বিভিন্ন রকমের হাস্যরস। গণমাধ্যমেও টুইটার কেনার বিষয়ে মাস্কের উদ্দেশ্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
তাই এসব অনলাইন সমালোচনা আর ট্রল কেমন লাগে, তার জবাবে মাস্ক বলেন, ‘মাঝে মাঝে এটা আমার গায়ে লাগে। আমিও মানুষ, আমারও অনুভূতি আছে।’ তিনি এসময় হেসে বলেন, ‘আমি তো অ্যান্ড্রয়েড নই।’

তবে খারাপ লাগলেও সমালোচনাকে অতো বেশি কেয়ার করেন না মাস্ক। তিনি বলেন, ‘তবে আমি এটাকে সত্য হিসেবে গ্রহণ করি না।’

আর টুইট করায়ত্ত করার বিষয়ে মাস্ক বলেছেন, তিনি ভালো উদ্দেশেই টুইটার কিনেছেন। এটার ভালো করতে তিনি কাজ করে যাবেন।

সূত্র: ফক্স ফাইভ

টুইটার ব্যবহার করতে খরচ লাগবে, ইলন মাস্কের নতুন ঘোষণা