বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ এক্সএআইয়ের প্রথম মডেল শনিবার (৪ নভেম্বর) নিদির্ষ্ট সংখ্যক গ্রাহকের জন্য প্রকাশ করা হবে।
শুক্রবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) এক বার্তায় এ কথা জানান বিলিয়নিয়ার ও টেসলার সিইও ইলন মাস্ক।
এতে তিনি লিখেছেন, আগামী (৪ নভেম্বর) এক্সএআই একটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য তার প্রথম এআই প্রকাশ করবে। গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে এটিই হচ্ছে বর্তমানে বিদ্যমান সবগুলো এআই থেকে সেরা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির বাজারে আসার প্রায় এক বছর পর এই এআই বাজারে নিয়ে আসছে এক্সএআই। চ্যাটজিপিটি বাজারে আসার পর জেনারেটিভ এআই প্রযুক্তির গ্রহণযোগ্যতা বেড়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে যাত্রা শুরু করে ওপেন এআই। সে সময়ে কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক। কিন্তু ২০১৮ সালে তিনি কোম্পানিটির বোর্ড থেকে পদত্যাগ করেন।
শনিবার (৪ নভেম্বর) আরেক এক্স পোস্টে ইলন মাস্ক জানিয়েছেন, ‘পরবর্তীতে এক্সএআই এর জিআরওকে সিস্টেম সব এক্স প্রিমিয়াম প্লাস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।’
এর আগে ১২ জুলাই ‘এক্সআই’ চালু করার ঘোষণা দেন টুইটারের মালিক ইলন মাস্ক। সে সময়ে তিনি জানিয়েছিলেন যে ‘মহাবিশ্বের প্রকৃত প্রকৃতি বোঝার’ লক্ষ্যেই মূলত ‘এক্সএআই’ চ্যাটবটটি আনা হয়েছে।
এক্সএআই নিয়ে কাজ করা দলের মধ্যে ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টুইটার ও টেসলার সাবেক কর্মীরা রয়েছেন। তারা ডিপমাইন্ডের আলফাকোড এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ৩.৫ আর চ্যাটজিপিটি-৪ চ্যাটবটের মতো প্রজেক্টে কাজ করেছেন। ধারণা করা হচ্ছে, মূলত ওপেনএআই, গুগল ও অ্যান্থ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি এই চ্যাটবটটি নিয়ে হাজির হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।